For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই মহিলা স্বাধীন ইচ্ছায় একসঙ্গে থাকতে পারেন! রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের

দুই মহিলা যদি তাঁদের স্বাধীন ইচ্ছায় একসঙ্গে থাকতে চান, তাহলে আদালত তাঁদের বাধা দিতে পারে না। এমনটাই বলেছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। উল্লেখ্য যে ২২ বছর বয়সী এক মহিলার সঙ্গে নিজের ১৮ বছরের কন্যার পালিয়ে যাওয়া নিয়ে আদালতে অ

  • |
Google Oneindia Bengali News

দুই মহিলা যদি তাঁদের স্বাধীন ইচ্ছায় একসঙ্গে থাকতে চান, তাহলে আদালত তাঁদের বাধা দিতে পারে না। এমনটাই বলেছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। উল্লেখ্য যে ২২ বছর বয়সী এক মহিলার সঙ্গে নিজের ১৮ বছরের কন্যার পালিয়ে যাওয়া নিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। এর প্রেক্ষিতে আদালত তাদের অবস্থান জানিয়েছে।

 দুই মহিলা স্বাধীন ইচ্ছায় একসঙ্গে থাকতে পারেন! রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের

ঘটনাটি জব্বলপুরের। ২২ বছরের তরুণী এবং ১৮ বছরের মেয়েটি শিশু অবস্থা থেকে একসঙ্গে বড় হয়েছে। একসঙ্গে পড়াশোনা করেছে। সময়ের সঙ্গে তাঁরা এমনভাবে মানসিকভাবে এতসঙ্গে হয়ে গিয়েছিল যে কেউই আলাদা করে থাকতে তৈরি নয়। পরিবার বিষয়টি সম্পর্কে জানতে পারলে আপত্তি করে। ফলে একসঙ্গে থাকতে তারা বাড়ি ছাড়ে। তারপরেই ১৮ বছর বয়সী মেয়েটির বাবা মেয়ের হেফাজত চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

ওই মেয়েটির বাবা আদালতকে বলেন, তিনি তাঁর মেয়েকে মহিলা বন্ধুর সঙ্গে না থেকে বাড়িতে পরিবারের সঙ্গে থাকতে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু মেয়ে তাতে রাজি হয়নি। হাইকোর্টের তরফে ওই ব্যক্তির আবেদন গ্রহণের পরে মেয়েটিকে আদালতে হাজির হতে বলে নির্দেশ জারি করে।

হাজির হওয়ার পরে আদালত মেয়েটিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একঘন্টা সময় দেয়। সময় শেষে মেয়েটি তাঁর পরিবার নয়, বন্ধুর সঙ্গে থাকার জন্য আবেদন করে। আদালয় জানায়, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তাই সে তার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

নন্দীগ্রামে রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য অখিল গিরির! মমতাকে আদিবাসী বিরোধী বলে নিশানা বিজেপিরনন্দীগ্রামে রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য অখিল গিরির! মমতাকে আদিবাসী বিরোধী বলে নিশানা বিজেপির

English summary
Two women can live together on their own, says Madhya Pradesh Hogh Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X