For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালায় ইতিহাস! মন্দিরে প্রবেশ ৫০-এর নিচে ২ মহিলার, দেখুন ভিডিও

৫০ বছরের নিচে দুই মহিলা বুধবার সবরিমালা মন্দিরে প্রবেশ করেছেন। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

৫০ বছরের নিচে দুই মহিলা বুধবার সবরিমালা মন্দিরে প্রবেশ করেছেন। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। বুধবারের এই ঘটনা সবরিমালার ক্ষেত্রে ইতিহাস তৈরি করল। কেননা সুপ্রিম কোর্টে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা তোলার পর এই প্রথমবার দুই মহিলা প্রবেশ করলেন সেখানে।

সবরিমালায় ইতিহাস! মন্দিরে প্রবেশ ৫০-এর নিচে ২ মহিলার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাহাড়ের চূড়ায় থাকা এই মন্দিরে প্রবেশ করেন বছর ৪০-এর কাছাকাছি থাকা ওই দুই মহিলা।

সূত্রের খবর অনুযায়ী, দুই মহিলা, বিন্দু ও কনকদুর্গা মধ্যরাত নাগাদ যাত্রা শুরু করেছিলেন। আর মন্দিরে গিয়ে পৌঁছন ৩.৪৫ নাগাদ। ভগবান আয়াপ্পার প্রতি প্রর্থনা করে মন্দির চত্বর ছাড়েন তাঁরা। ওই দুই মহিলার সঙ্গে ছিল পুলিশ কর্মীদের একটি ছোট দল। সেই দলে পোশাক এবং পোশাক ছাড়া পুলিশকর্মীরা ছিলেন বলে জানা গিয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে দুই মহিলা সবরিমালার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু বিক্ষোভের জেরে তাদের লক্ষ্য পূরণ হয়নি।

English summary
Two Women Below 50 Enter Sabarimala Temple, A First After Court Ended Ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X