For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানকে তুড়ি , ফের অ্যাসিড হানা, এবার শিকার মহিলা অ্যাথলিটরা

বেটি বাঁচাও বেটি পড়াও -য়ের স্লোগানকে ফ্লপ করে দিয়ে এখনও মহিলাদের ওপর নির্যাতন বেড়েই চলেছে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

যোগীর রাজ্য সম্পর্কে 'নৈরাজ্য' শব্দটিই বোধহয় সবচেয়ে ভালো বিশেষণ। বিভিন্ন রকমের দুষ্কৃতী হানার ঘটনা এখানকার নিত্য নৈমিত্তিক বিষয়। এবার যোগীর রাজ্যে মহিলা ক্রীড়াবিদরা অ্যাসিড হানার শিকার হলেন।

'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানকে তুড়ি , ফের অ্যাসিড হানা, এবার শিকার মহিলা অ্যাথলিটরা

রোজকার মতো সকালে স্টেডিয়ামে অনুশীলন করতে যাচ্ছিলেন সেসময়ে বাইকে চেপে এসে তাদের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। বাইকে দুটি পুরুষ ও একজন মহিলা ছিলেন। মীরটের লাল কুর্তি এলাকায় এই অ্যাসিড হানার ভয়ানক ঘটনা ঘটল। পুলিশ অবশ্য জানিয়েছে ঘটনায় অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বছর কুড়ির একজন বক্সার ও ও কুস্তিগির কৈলাশ প্রকাশ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তাদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন আহতদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে দুই মহিলার কাঁধে ও পিঠে অ্যাসিডে পুড়ে গেছে।

মীরটের পুলিশ সুপার মানসিং চৌহ্বান জানিয়েছেন, 'যাঁদের ওপর হামলা চালানো হয় তাঁদের একজনের বাবা যে জেলে আছে, সেই জেলেই আছে যাঁরা আক্রমণ করেছিল তাদের ভাই। জেলের মধ্যে আক্রান্তর বাবা ও আক্রমণকারীর ভাইয়ের মধ্যে গন্ডগোলের বদলা হিসেবে ওই মহিলা ক্রীড়াবিদের ওপর হামলা চালানো হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তৃতীয় জনের খোঁজ চলছে। তদন্ত জারি রয়েছে। '

English summary
Two women athelete were attacked with acid in Uttar Pradesh. Two attackares is already arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X