For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ এবার বুদ্ধিজীবী মহলে, দুই লেখকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

রাষ্ট্রপতি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর তা নিয়েই প্রতিবাদ শুরু হয়েছে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর তা নিয়েই প্রতিবাদ শুরু হয়েছে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে। ইতিমধ্যেই দুই উর্দু লেখক শিরিন দলভি এবং ইয়াকুব ইয়াওয়ার ঘোষণা করেছেন, তাঁরা তাঁদের পুরস্কার সরকারকে ফিরিয়ে দেবেন, এই আইনের নিয়ে প্রতিবাদ জানাতে।

 নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ এবার বুদ্ধিজীবী মহলে, দুই লেখকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

বছর ৪৭-এর শিরিন দলভি মুম্বই ভিত্তিক উর্দু সাংবাদিক। তিনি বর্তমানে বন্ধ হয়ে যাওয়া লখনৌ থেকে প্রকাশিত অওধনামা পত্রিকার মুম্বই সংস্করণের সম্পাদক ছিলেন। তিনি ২০১১ সালে তিনি মহারাষ্ট্র সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার পেয়েছিলেন। এই আইন ভারতীয়দের মৌলিক অধিকারের ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি সিএবিকে অমানবিক এবং অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, নিজের সম্প্রদায় এবং যাঁরা ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাঁদের পাশে থেকে পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, এই বিলে ধর্মের ভিত্তিতে মানুষে একটি অংশের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে, যা সংবিধানের পরিপন্থী। ভারতের নাগরিক হিসেবে আমরা সবাই সমান অধিকারের অধিকারী, মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, বছর ৬৭-র লেখক ইয়াকুব ইয়াওয়ার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের প্রাক্তন প্রধান। তিনি উত্তরপ্রদেশ উর্দু অ্যাকাডেমির লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছিলেন ২০১৮ সালে। তিনিও পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

English summary
Two Urdu writers to return awards in protest against the passage of Citizenship Amendment Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X