For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপত্যকায় বড় সাফল্য, বানিহালে গ্রেফতার ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরের বানিহালে এসএসবি-র ওপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীরের বানিহালে এসএসবি-র ওপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। গত বুধবারই এসএসবি জওয়ানদের ওপর হামলা করে অস্ত্র-শস্ত্র ছিনিয়ে পালায় তারা। ধৃতদের নাম গাজনফর ও আরিফ। পলাতক আরও এক জঙ্গি।

উপত্যকায় বড় সাফল্য, বানিহালে গ্রেফতার ২ জঙ্গি

বুধবারের হামলার পরই গোটা বানিহাল এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। এই চিরুনি তল্লাশিতেই পালাতে না পেরে এই দুই জঙ্গি ২৪ ঘন্টার মধ্যেই ধরা পড়ে বলে জানিয়েছেন রামবান এলাকার এসএসপি মোহন লাল। এসএসবি জওয়ানদের কাছ থেকে ছিনতাই করা একটি এক কে অ্যাসল্ট রাইফেল ও একটি ইনসাস রাইফেলও উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে মোবাইল ফোন ও টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

গাজনফর ও আরিফ কাশ্মীরের চেনাব অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। তাদের সঙ্গে আরও এক জঙ্গি আকিব ওয়াহিদও ছিল বলে জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধৃতদের পরিবারও হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাজনফর ও ওয়াকিফ দুজনেই অনন্তনাগ জেলার একটি ডিগ্রি কলেজের বিএসসি-র ছাত্র। অপর জঙ্গি আরিফ একটি বেসরকারি সংস্থার কর্মী।

English summary
Police arrests two terrorist involved with attack on SSB at Banihal, weapons snatched from SSB jawans also recovered.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X