For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরি জঙ্গিহানার শহিদদের মধ্যে বাংলার দুই জওয়ান!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের উরির সেনা দফতরে রবিবারের জঙ্গি হানায় যে ১৭জন জওয়ান শহিদ হয়েছেন তাদের মধ্যে রয়েছে বাংলার দুই বাসিন্দা। [উরি হামলার জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছে, এই তার প্রমাণ!]

দুজনের মধ্যে একজনের নাম গঙ্গাধর দলুই। তিনি হাওড়া জেলার বাসিন্দা। অন্যজন দক্ষিণ ২৪ পরগনার বিশ্বজিৎ গড়াই। রবিবার সকালে উরিতে সেনার প্রশাসনিক দফতরে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে ১৭ জন জওয়ান। যদিও সেনার পাল্টা গুলিতে কয়েকঘন্টার মধ্যেই মৃত্যু হয় সেনা ছাউনিতে ঢুকে পরা চার জঙ্গির।

উরি জঙ্গিহানার শহিদদের মধ্যে বাংলার দুই জওয়ান!

সূত্রের তরফে জানানো হয়েছে, গঙ্গাধর দলুই হাওড়ার জগৎবল্লভপুরের জামুনা বালিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে বিশ্বজিৎ গড়াইয়ের বাড়ি ছিল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। আজ, সোমবার রাতের মধ্যেই দুজনের মরদেহ রাঁচি হয়ে কলকাতা নিয়ে আসা হবে। [উরি হামলায় মৃত বেড়ে ২০, পাক সীমান্ত পেরিয়ে হামলার ভাবনা ভারতীয় সেনার]

এদিকে রবিবারে উরির হামলায় গঙ্গাধর দলুই ও বিশ্বজিৎ গড়াইয়ের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবার। গঙ্গাধর দলুইয়ের বাবা বলেন, "উরিতে সন্ত্রাসবাদী হামলাকে ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য এবার ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।"

English summary
Two soldiers from Bengal among Uri martyrs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X