For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক জেলে সরবজিৎ হত্যাকাণ্ডে খুনিদের নিয়ে কোন পদক্ষেপ নিল পাকিস্তান

পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংকে হত্যার দায়ে ২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পাকিস্তানের জেরে সরবজিৎকে মারধর করে হত্যার দায়ে আমির তাম্বা ও মুদাসর নামের দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংকে হত্যার দায়ে ২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পাকিস্তানের জেরে সরবজিৎকে মারধর করে হত্যার দায়ে আমির তাম্বা ও মুদাসর নামের দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই দুজনকে বেকসুর খালাস ঘোষণা করে পাকিস্তান আদালত।

পাক জেলে সরবজিতের হত্যাকাণ্ডে খুনিদের নিয়ে কোন পদক্ষেপ নিল পাকিস্তান

গত ৫ বছর ধরে এই মামলার শুনানি চলছিল। আদালত সূত্রের দাবি, দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আদালতে একজনও সাক্ষী দেয়নি। আর সেই জন্যই তত্য প্রমাণের ভিত্তিতে এই মামলা দুর্বল হয়ে যায়। শেষে পাকিস্তান আদালত ওই দুই ব্যক্তিকে বেকসুর খালাস করতে বাধ্য হয়। জানা গিয়েছে , নিরাপত্তার কারণে জেল থেকে ওই দুই অভিযুক্তের ভিডিও কন্ফারেন্সে সাক্ষ্য নেওয়া হয় জেল থেকে।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৬ এপ্রিল পাকিস্তানের লাখপত জেলে বন্দি সরবজিতের ওপর চড়াও হয় জেলের অন্যান্য কয়েদিরা। আর সেখানে সরবজিৎকে প্রচণ্ড মারধর করে হত্যা করা হয়। আর সেই ঘটনাতেই অভিযুক্তের তালিকায় ২ আমির তাম্বা ও মুদাসরের নাম উঠে আসে। এরপর শুরু হয় মামলা। যার রায়ে বেকসুর খালাস করা হয় ২ অভিযুক্তকে।

English summary
Two prime suspects were of killing Indian national Sarabjit Singh acquitted in pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X