For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি রয়েছে পরের দুই ঘূর্ণিঝড়ের নাম! আরও নতুন নাম দিতে ব্যস্ত ৮টি দেশ

খুব কম দিনের মধ্যেই ভারতের ওপর দিয়েই গিয়েছে কিয়ার, মহা আর বুলবুল। ভারত মহাসাগর এলাকা থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণের ভাণ্ডার একরকম ফাঁকাই। কেবল মাত্র দুটি নাম পড়ে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

খুব কম দিনের মধ্যেই ভারতের ওপর দিয়ে বয়ে গিয়েছে কিয়ার, মহা আর বুলবুলের মতো ঘূর্ণিঝড়। ভারত মহাসাগর এলাকা থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণের ভাণ্ডার একরকম ফাঁকাই। কেবল মাত্র দুটি নাম পড়ে রয়েছে। তবে দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এলাকার আটটি দেশই পরবর্তী নাম ঠিক করতে ব্যস্ত। জানুয়ারির মধ্যেই সেই তালিকা তৈরি হয়ে যাবে।

 এখন তালিকায় আছে দুটি নাম

এখন তালিকায় আছে দুটি নাম

দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণিঝড়ের নামকরণের ভাঁড়ারে দুটি নাম পড়ে রয়েছে। যার প্রথমটি হল পবন এবং দ্বিতীয়টি হল আস্ফান। পবন নামটি দিয়েছে শ্রীলঙ্কা আর আস্ফান নামটি থাইল্যান্ডের দেওয়া।

 জানুয়ারি মধ্যে নতুন তালিকা তৈরির চেষ্টা

জানুয়ারি মধ্যে নতুন তালিকা তৈরির চেষ্টা

একের পর এক ঘূর্ণিঝড়ের উদ্ভব হচ্ছে ভারত মহাসাগর এলাকা। কিয়ার, মহা-র পর বুলবুল। ফলে নামের ভাঁড়ার ফাঁকা হতে চলেছে। তাই নতুন নামের তালিকা তৈরি করতে কাজে নেমেছে ভারত মহাসাগর এলাকার আটটি দেশ, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, থাইল্যান্ড। জানুয়ারি মাসের মধ্যেই তালিকা তৈরি হবে যাবে বলেও জানা গিয়েছে।

নামকরণের সমন্বয়ে দিল্লির সংস্থা

নামকরণের সমন্বয়ে দিল্লির সংস্থা

ঘূর্ণিঝড়ের নামকরণের সমন্বয়ের দায়িত্বে রয়েছে দিল্লির সংস্থা রিজিওনাল স্পেশালাইজড মেটেরিওলজিক্যাল সেন্ট্রার। যারা দিল্লির মৌসম ভবনের অধীনেই কাজ করে থাকে।

 বর্তমানে ঘূর্ণিঝড়ের নাম করণের পদ্ধতি

বর্তমানে ঘূর্ণিঝড়ের নাম করণের পদ্ধতি

ভারত মহাসাগর অঞ্চলে যে দেশগুলি রয়েছে, তারা( ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, থাইল্যান্ড) কয়েকটি নামের সেট বেছে রাখে, নাম প্রস্তাব করে রাখে। সেই তালিকা থেকেই নাম বেছে নেওয়া হয়। যেমন এই মুহুর্তে বেছে রাখা রয়েছে পবন এবং আম্ফান। এই নাম ভারত ছাড়া অন্য কোনও দেশ ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়বারও এই নাম ব্যবহার করা হয় না। একটি দেশের থেকে পর পর দুটি নাম নেওয়া হয় না।

প্রতীকী ছবি

<em><strong>উত্তর ভারতে ঢুকে পড়েছে শীত! অনেত জায়গাতেই তাপমাত্রা নেমেছে শূন্যের কাছাকাছি</strong></em>উত্তর ভারতে ঢুকে পড়েছে শীত! অনেত জায়গাতেই তাপমাত্রা নেমেছে শূন্যের কাছাকাছি

English summary
Two next Cyclone name will be Pawan and Amphan and the next will be making by 8 countries. Nations are busy with name fixation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X