For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অস্বস্তি মোদী সরকারের! উপেক্ষার অভিযোগে পদত্যাগ দুই শীর্ষ পরিসংখ্যানবিদের

ভোটের মুখে ফের অস্বস্তি মোদী সরকারের। চেয়ারম্যান সহ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের বাকি দুই সদস্য পদত্যাগ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে ফের অস্বস্তি মোদী সরকারের। চেয়ারম্যান সহ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের বাকি দুই সদস্য পদত্যাগ করেছেন। কাজ করতে তাঁরা একাকিত্ব বোধ করছিলেন। বলা ভাল, সংস্থায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের মত নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছে। যে দুজন পদত্যা করেছেন তাঁরা হলেন, চেয়ারম্যান সিপি মোহনান এবং জেভি মীনাক্ষী।

ফের অস্বস্তি মোদী সরকারের! উপেক্ষার অভিযোগে পদত্যাগ দুই শীর্ষ পরিসংখ্যানবিদের

নতুন অর্থনৈতিক গণনা, ২০১৬-১৭ সালের কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে রিপোর্ট অনুমোদনের পরেও প্রকাশে দেরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই সদস্য। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ারম্যান পিসি মনমোহন এবং দিল্লি স্কুল অফ ইকনোমিক্সের অধ্যাপক জেভি মীনাক্ষী পরিসংখ্যান মন্ত্রকের কাছে তাঁদের পদত্যাগপত্র
পাঠিয়ে দিয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে কমিশনে দুই সদস্য থাকলেন। তাঁরা হলেন, প্রধান পরিসংখ্যানবিদ প্রভীন শ্রীবাস্তব এবং নীতি আয়োগের অমিতাভ কান্ত।

পদত্যাগী সিপি মোহনান এবং জেভি মীনাক্ষী কমিশনকে উপেক্ষার অভিযোগ তুলেছেন। ফলে তাঁরা মনে করছেন, কমিশন তাদের কাজ করতে পারছে না। ফলে তাঁদেরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীদার করা হচ্ছে না।

সিপি মোহনানের অভিযোগ, কমিশনের অনুমোদন ছাড়াই সরকার সপ্তম অর্থনৈতিক গণনা ২০১৯ শুরু করে গিয়েছে।

ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রাধাবিনোদ বর্মনের মতে কমিশনের স্বাধীনতা বজায় রাখা উচিত এবং এর নিরপেক্ষতাও বজায় রাখা উচিত।

English summary
Two more members of National Statistical Commission quit on feeling sidelined
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X