For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: ফের যোগীর হাত ছাড়লেন শরিক দলের দুই বিধায়ক, প্রকাশ্যেই বিজেপিকে নিশানা

UP election 2022: ফের যোগীর হাত ছাড়লের শরিক দলের দুই বিধায়ক, প্রকাশ্যেই বিজেপিকে নিশানা

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে বিধানসভা ভোটের মুখে পর পর ধাক্কা যোগীর। এবার বিদ্রোহী হয়ে উঠেছে শরিক আপনা দলের বিধায়করাও। আরও দুই আপনা দল বিধায়ক পদত্যাগ করলেন যোগীর মন্ত্রিসভা থেকে। আগামি মাসেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে একে একে ধাক্কা আসতে শুরু করেছে। পর পর বিজেপি বিধায়করা হাত ছাড়ছেন যোগীর। তারপরেই আবার শরিক আপনা দলের দুই বিধায়কের বিজেপির হাত ছাড়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে।

পদত্যাগ দুই শরিদ দলের বিধায়কের

পদত্যাগ দুই শরিদ দলের বিধায়কের

সামনের মাসেই বিধানসভা ভোট উত্তর প্রদেশে। তার মধ্যে ঘরে বাইরে চাপ বাড়ছে বিজেপি। আপনা দলেক দুই বিধায়ক বেরিয়ে এলেন যোগী সরকার থেকে। নিজেদের বিধায়ক পদ থেকে পদত্যাগ ঘোষণা করে এক প্রকার চমকে দিয়েছেন সকলকরে। চৌধুরী অমর সিং এবং আর কে ভর্মা যোগ যোগী সরকারের হাত ছেড়ে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এই নিয়ে ১২ জন আপনাদল বিধায়ক হাত ছাড়লেন যোগী সরকারের।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ

পদত্যাগী দুই আপনাদল বিধায়ক চৌধুরী অমর সিং এবং আর কে ভর্মা অভিযোগ করেছেন, যোগী সরকার গত ৫ বছরে রাজ্যে একটিও উন্নয়নের কাজ করেনি। আরেক বিধায়ক আরকে বর্মাও একই ভাবে বিজেপির বিরুদ্ধে এবং যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। নিজের পদত্যাগের কথা ঘোষণা করে তিনিও দাবি করেছেন রাজ্যে একটুও উন্নয়নের কাজ করেনি যোগী সরকার। শুধু তাই নয় যোগী সরকার উত্তর প্রদেশের দলিতদের উন্নয়নে কোনও কাজই করেনি।

ভারী হচ্ছে সপা

ভারী হচ্ছে সপা

একের পর এক বিজেপি নেতা এবং বিজেপি শরিক নেতা যোগ দিতে শুরু করেছেন সমাজবাদী পার্টিতে। পদত্যাগী আপনা দল বিধায়ক চৌধুরী অমর সিং জানিয়েছেন তাঁর সঙ্গে অখিলেশ যাদবের কথা হয়েছে। তিনি খুব তাড়াতাড়িই সমাজবাদী পার্টিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। শুধু তিনিই নন তাঁর সঙ্গে আরও অনেক বিধায়কই সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছে বলে দাবি করেছেন চৌধুরী অমর সিং। সূত্রের খবর সমাজবাদী পার্টি তাঁকে সোহরত গড়ের আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চাপ বাড়ছে যোগী সরকারের

চাপ বাড়ছে যোগী সরকারের

ভোটের মুখে উত্তর প্রদেশ নিয়ে চাপ বাড়ছে বিজেপির। গতকাল এক ধাক্কায় পর পর তিনজন মন্ত্রী পদত্যাগ করেছে যোগীর মন্ত্রিসভা থেকে। একই দিনে পদত্যাগ করেছেন ভগবতী সাগর, রোশন লাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি। তাঁরা সকলেই সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন বলে খবর। গত বুধবার আবার পদত্যাগ করেছেন মন্ত্রী দারা সিং চৌহ্বান এবং বিধায়ক অবতার সিং। বৃহস্পতিবার আবার পদত্যাগ করেন মন্ত্রী ধরম সিং সাইনি এবং তিন বিজেপি বিধায়ক বিনয় সাইকিয়া, মুকেশ বর্মা এবং বালা অবস্তি।

English summary
2 Apna Dal MLA resigne from Yogi government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X