লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি! বান্দিপোরায় মৃত ২
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআরপিএফ ও সেনা যৌথ অভিযান চালায় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে, বান্দিপোরার হাজিন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। একযোগে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ ও সেনা । সেখানকার একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল । তল্লাশিতে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, কাশ্মীরের আইজিপি এসপি পানি।
এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান।
Hajan update: The body of second terrorist recovered from the encounter site. Search continues.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 30, 2018
[আরও পড়ুন: গ্রেফতার হিজবুল মুজাহিদিন প্রধানের ছেলে, সরকারি চাকরির আড়ালে চলত টেরর ফান্ডিং]