For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের হাওয়া কাটতে না কাটতেই পর পর এনকাউন্টার! ছত্তিশগড়ে মৃত্যু ২ মাওবাদীর

দুটি পৃথক এনকাউন্টারে ছত্তিশগড়ে মৃত্যু হল দুই মাওবাদীর। ঘটনাটি দুটি ঘটেছে বিজাপুর এবং বোরজেতে। নীলামাডগু এবং কোরিনজেডের জঙ্গলে এনকাউন্টারে এক নিরাপত্তারক্ষীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দুটি পৃথক এনকাউন্টারে ছত্তিশগড়ে মৃত্যু হল দুই মাওবাদীর। ঘটনাটি দুটি ঘটেছে বিজাপুর এবং বোরজেতে। নীলামাডগু এবং কোরিনজেডের জঙ্গলে এনকাউন্টারে এক নিরাপত্তারক্ষীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ভোটের হাওয়া কাটতে না কাটতেই পর পর এনকাউন্টার! ছত্তিশগড়ে মৃত্যু ২ মাওবাদীর

দুই মাওবাদীর দেহই উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। যার মধ্যে রয়েছে একটি ১২ বোরের রাইফেল। দেশীয় রাইফেল, একটি টিফিন বোন, একটি ৩০৩ রাইফেল এবং বেশ কিছু প্রচার পুস্তিকা।

নীলামাডগু এবং কোরিনজেডের জঙ্গলে এনকাউন্টারে এক নিরাপত্তারক্ষীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, প্রথম এনকাউন্টারটি চলে ৪০ মিনিট ধরে। এরপরেই অভিযানে বের হয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের অপর একটি দল। মাওবাদীরা এই দলটির ওপর হামলা চালায়। বেশ কিছুক্ষণ গুলি যুদ্ধ চলার পরক এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। তল্লাশি অভিযান চালানোর সময় অস্ত্রও উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের আরও একটি ঘটনা ঘটে, নীলামাডগু এবং কোরিনজেডের জঙ্গলে। এই সংঘর্ষে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এর আগে ১২ ও ২০ নভেম্বর, ছত্তিশগড়ে দুদফা ভোট পর্বে মাওবাদীদের সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন জওয়ান এবং মাওবাদীর মৃত্যু হয়েছিল সেই সব সংঘর্ষে।

English summary
Two maoist killed in seperate encounters in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X