পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নিহত ২ নাগরিক, আহত ৭
আবারও পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল। মঙ্গলবার জম্মু–কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এই ঘটনায় পাকিস্তানের গুলিতে নিহত হয়েছেন দুই নাগরিক এবং অন্য সাতজন আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে শাহপুর ও কিরনি সেক্টর থেকে ভারতীয় সেনারা পাল্টা জবাব দিতে গুলি বর্ষণ ও বোম নিক্ষেপ করে।

পাকিস্তান ছোট অস্ত্রের মাধ্যমে গুলি বর্ষণ ও মর্টার নিক্ষেপ করে দুই সেক্টরে হামলা চালাতে শুরু করে। কিন্তু ভারতের পক্ষ থেকেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয় যে শনিবারও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল।
মঙ্গলবার ফের তারা সেই চেষ্টা করে। এর আগে বিএসএফের এক অফিসার জানিয়েছিল যে জম্মু–কাশ্মীরে জঙ্গিদের প্রবেশ করানোর জন্যই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। এর আগেও পাকিস্তান বারংবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। এ বছরের ৫ আগস্টের পর তা যেন বেড়ে গিয়েছে।