For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস, জাহাজে ২ ভারতীয়ের দেহে মিলল জীবানু

জাহাজে ২ ভারতীয় ক্রু-র দেহে মিলল করোনা ভাইরাসের জীবানু। ডায়মন্ড প্রিন্সেস নামে ওই জাহাজকে আটকে রাখা হয়েছে জাপান উপকূলে কাছেই। জাপানার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জাহাজে ২ ভারতীয় ক্রু-র দেহে মিলল করোনা ভাইরাসের জীবানু। ডায়মন্ড প্রিন্সেস নামে ওই জাহাজকে আটকে রাখা হয়েছে জাপান উপকূলে কাছেই। জাপানার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস, জাহাজে ২ ভারতীয়ের দেহে মিলল জীবানু

বুধবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাপান উপকূলের কাছেই জাহাজটি নোঙর ফেলে রয়েছে। সেটিকে আলাদা রাখা হয়েছে। জাহাজে থাকা ৩৭১১ জনের মধ্যে ২৬৬৬ জন অতিথি রয়েছে। বাকি ১০৪৫ জন হলেন ক্রু মেম্বার। যাঁদের মধ্যে ১৩২ জন ক্রু মেম্বার এবং ছয়জন যাত্রী হলেন ভারতীয়।

করোনা ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় জাপানের প্রশাসনের তরফ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে সেখানেই থাকতে বলা হয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সবমিলিয়ে জাহাজের ১৭৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে দুজন হলেন ভারতীয়। সবাইকেই হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে যাঁদের পরীক্ষায় করোনা ভাইরাসের জীবানু মেলেনি, তাঁরা যেদেশেরই হোন না কেন, তাঁদেরকে জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়নি।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টোকিও-র ভারতীয় দূতাবাস জাপানের প্রশাসনের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। ভারতীয় শারীরিক খোঁজ খবরই হোক কিংবা তাঁদেরকে জাহাজ থেকে নামামোর ব্যবস্থা করা, অনুমতি পেলে সময় মতো সবই করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে ইমেল এবং টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে।

English summary
Two Indian crew on board cruise ship Diamond Princes off Japan coast tested positive for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X