For Quick Alerts
For Daily Alerts
জন্মের ২ ঘণ্টার মধ্যে শিশুর নামে তৈরি হল পাসপোর্ট-আধার-রেশন কার্ড
জন্মের মাত্র দুই ঘণ্টার মধ্যে গুজরাতের সুরাটের ছোট্ট শিশু রামাইয়া পেয়ে গেল পাসপোর্ট, আধার কার্ড ও রেশন কার্ড। দেশের সর্বকনিষ্ঠ নাগরিক হিসাবে এই রেকর্ড জন্মের দুই ঘণ্টার মধ্যে গড়ল রামাইয়া।

শিশু রামাইয়ার বাবার নাম অঙ্কিত নাগরানি। তিনি ভেবে রেখেছিলেন শিশুর জন্মের পরই আধার তৈরি করবেন। জন্মের পর তাঁর সন্তান সবচেয়ে কনিষ্ঠ হিসাবে রেকর্ড গড়ুক সেটা চেয়েছিলেন তিনি।
অঙ্কিত বলেছেন, এমনটা সম্ভব হয়েছে প্রশাসনের সাহায্য পাওয়াতেই। সেজন্যই নিজের স্বপ্নকে পূরণ করতে পেরেছেন তিনি। তাঁর মেয়ে জন্মের পরই ডিজিটাল ভারতের নাগরিক হতে পেরেছে।
শিশুটির মা জানিয়েছেন, নাম থেকে শুরু করে সবকিছু আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। আবেদনও সেরে রাখা হয়। রামাইয়া জন্মের পর একেবারে অন্তিম পদক্ষেপ সারা হয়। যার ফলে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এমন ঘটনা যে অভিনব তা সন্দেহ নেই।