For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে বড়সড় ভাঙন এবার কংগ্রেসে, হেভিওয়েট দুই নেতা যোগদান করলেন বিজেপিতে

লোকসভা ভোটের পর ফের ভোটের দামামা বেজে গিয়েছে। ফের সম্মুখ সমরে মোদী-রাহুল। এই ভোট-যুদ্ধকে সম্মানের লড়াই হিসেবে দেখছে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দুই দলের কর্ণধার।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের পর ফের ভোটের দামামা বেজে গিয়েছে। ফের সম্মুখ সমরে নরেন্দ্র মোদী-রাহুল গান্ধী। এই ভোট-যুদ্ধকে সম্মানের লড়াই হিসেবে দেখছে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দুই দলের কর্ণধার। ২১ অক্টোবর সেই ভোটের আগে অবশ্যই অ্যাডভান্টেজ মোদী। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে

কংগ্রেস ছেড়ে বিজেপিতে

হরিয়ানা ও মহারাষ্ট্রে নির্বাচন। দুই রাজ্যেই ক্ষমতা বিজেপি। বিজেপির কাছে ক্ষমতা ধরে রাখাই মূল লক্ষ্য। কিন্তু প্রেস্টিজিয়াস ভোটের আগে কংগ্রেসে লেগেই রয়েছে কোন্দল। এদিন কংগ্রেস শিবিরকে ধাক্কা দিয়ে বিজেপিতে নাম লেখালেন হরিয়ানার দুই কংগ্রেস নেতা তরুণ ভাণ্ডারি ও সন্তোষ শর্মা।

ভোটের আগে দলবদল

ভোটের আগে দলবদল

হরিয়ানা ভোটের আগে এই দলবদল অবশ্যই বড় ধাক্কা হতে চলেছে কংগ্রেসের কাছে। কারণ তরুণ ভাণ্ডারি প্রদেশ কংগ্রেসের ট্রেজারের দায়িত্বে ছিলেন। আর সন্তোষ শর্মা স্থানীয় এলাকায় খুবই জনপ্রিয় নেতা। এমন দুজনকে হারানোয় কংগ্রেস যে চাপে পড়বে, তা বলাই বাহুল্য। দুই নেতাই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের হাত ধরে বিজেপিতে যোগ দেন।

বিজেপিতে যোগদান দুই নেতার

বিজেপিতে যোগদান দুই নেতার

মুখ্যমন্ত্রী তাঁদের দু-জনকে বিজেপিতে যোগদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। গত পাঁচ বছর ধরে বিজেপি সরকার যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে, সেই উন্নয়নে সামিল হতেই দুই কংগ্রেস নেতা তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁদের যোগদানে বিজেপি অনেক শক্তিশালী হবে।

কংগ্রেসে ভাঙন, বিজেপি উৎসাহী

কংগ্রেসে ভাঙন, বিজেপি উৎসাহী

ভোটের মাত্র সাতদিন বাকি। তার আগে কংগ্রেসে এই ভাঙন, বিজেপিকে আরও উৎসাহী করে তুলেছে। তারা ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। কংগ্রেসের দাবি, বিজেপি ভোটের আগে দল ভাঙানোর খেলা চালাচ্ছে। প্রতি ভোটের আগেই যেভাবে টাকার খেলা চলে, এবারও তাঁর অন্যথা হচ্ছে না। ক্ষমতায় ফেরার মরিয়া প্রয়াস চালাতেই এই কাণ্ড করে বেড়াচ্ছে বিজেপি।

<strong>[বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বাম-কংগ্রেস জোটকে সঙ্ঘবদ্ধ আন্দোলনের বার্তা সোনিয়ার ]</strong>[বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বাম-কংগ্রেস জোটকে সঙ্ঘবদ্ধ আন্দোলনের বার্তা সোনিয়ার ]

English summary
Two heavyweight leaders of Congress join in BJP in Hariana. Congress faces more trouble before assembly election of this state,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X