For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী জয়ন্তীতে পিছনের দিকে দৌড়ে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী

গান্ধী জন্মজয়ন্তীতে গিনেস বুকে নাম তোলার চেষ্টা করে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী। টুইঙ্কর থাকর এবং স্বাতী থাকর নামে দুই তরুণী ৫৩ কিলোমিটার রাস্তা পিছনের দিকে দৌড়ে অতিক্রম করার চেষ্টা করেন।

Google Oneindia Bengali News

গান্ধী জন্মজয়ন্তীতে গিনেস বুকে নাম তোলার চেষ্টা করে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী। টুইঙ্কর থাকর এবং স্বাতী থাকর নামে দুই তরুণী ৫৩ কিলোমিটার রাস্তা পিছনের দিকে দৌড়ে অতিক্রম করার চেষ্টা করেন। সেটা করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লেগেছিল তাঁদের। দুই তরুণীই গুজরাটের বরোলির বাসিন্দা। গিনেস বুকে নাম না উঠলেও নজির তাঁরা রেখেছেন।

গান্ধী জয়ন্তীতে পিছনের দিকে দৌড়ে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী উন্নয়নের বার্তা থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন তাঁরা। ২৪ ঘণ্টার পিছনে দৌড়নোর প্রতিযোগিতায় অংশ নেয় দুই বোন। নারীদের অনুপ্রাণিত করাই ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য।

বিকেল পাঁচটায় বরদৌলি থেকে দৌড়নো শুরু করেছিলেন তাঁরা। দৌড় শেষ করেন ডান্ডিতে রাত ৯টায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিবারের লোকেরাই তাঁদের উ‌ৎসাহ দিয়েছিল বলে দাবি করেছেন দুই বোন। দেশের উন্নয়নে মহিলাদের এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন সেই অনুপ্রেরণার কাজ করেছে বলে জানিয়েছেন দুই বোন। দেশের উন্নয়নে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত বলে দাবি করেছেন তাঁরা।

English summary
Two Gujarat women ran a distance of 53 km backwards on Gandhi Jayanti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X