For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে চরমপন্থিদের দুটি ঘাঁটি ধ্বংস করলো নিরাপত্তা বাহিনী, বন্দি দুই সন্ত্রাসবাদী

অসমে চরমপন্থিদের দুটি ঘাঁটি ধ্বংস করলো নিরাপত্তা বাহিনী, বন্দি দুই সন্ত্রাসবাদী

  • |
Google Oneindia Bengali News

অসমের কাছার জেলায় উগ্রবাদীদের দুটি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পুলিশ সূত্রে খবর, এনএসসিএন (আর) এবং জেইউএফ নামে দুটি চরমপন্থি সংগঠনেরই সদস্যদেরই মূলত আস্তানা ছিল ওখানে। পাশাপাশি এই ঘটনায় অস্ত্রসহ দুজন আতঙ্কবাদীকে গ্রেফতারও করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

অসমে চরমপন্থিদের দুটি ঘাঁটি ধ্বংস করলো নিরাপত্তা বাহিনী, বন্দি দুই সন্ত্রাসবাদী

অসম পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রামগাইজান জঙ্গলে যৌথ অভিযান শুরু করা হয় অসম রাইফেলস এবং অসম পুলিশের তরফ থেকে। তাদের যৌথ আক্রমণে এরপর ধূলিসাৎ হয়ে যায় ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (রিফোর্মেশন) এবং জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের (জেইউএফ) ক্যাডারদের ব্যবহৃত দুটি অস্থায়ী শিবির।

সূত্রের খবর, ওই অভিযান শেষে এনএসসিএন (আর) ক্যাডার লেফটেন্যান্ট পাউগংলং এবং জেইউএফ নেতা সাগু রঙ্গমাইকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ওই দুজনই জেলিয়াংরোং অঞ্চলে এর আগে জুলুমবাজি, অপহরণ ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিধ্বস্ত জঙ্গি ঘাঁটি গুলি থেকে একটি একে-৫৬ সহ সহ বেশ কিছু গোলাবরুদও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

English summary
Security forces destroyed two bases of extremists in Assam, two terrorists taken prisoner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X