একই সময়ে ২ ভূমিকম্পে কাঁপল অসমের বিস্তীর্ণ এলাকা! আতঙ্কিত বাসিন্দারা
ভোররাতে একই সময়ে ২ ভূমিকম্প অসমে। রাত ১.২৮ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় গুয়াহাটিতে। একইসময়ে ভূমিকম্প অনুভূত হয় গুয়াহাটি থেকে ৯৫ কিমি দূরে বরপেটাতেও। দুটি জায়গায় ভূমিকম্পের মাত্রা যথাক্রমে ৪.৪ এবং ৪.২।
দিল্লিতে রাজ্য বিজেপির বৈঠক! মুকুল রায়, রাহুল সিনহাকে পাশে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলীপ ঘোষের

কাঁপল অসম
রাত ১.২৮-এ কেঁপে উঠল অসমের গুয়াহাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪। অন্যদিকে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয় বরপেটাতেও। যার মাত্রা ছিল ৪.২। জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি
এদিনের ভূমিকম্পের জেরে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও, সম্পত্তি কিংবা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

শনিবারেও অসমে ভূমিকম্প
শনিবারেও অসমে ভূমিকম্প হয়েছিল। বনগাইগাঁওতে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। জুনেও অসমে ভূমিকম্প হয়েছিল। জুন থেকে জুলাই ১৮ দিনে ১৪ টি ভূমিকম্প হয়েছিল অসমে।

দেশে ছয় মাসে ৪১৩ ভূমিকম্প
পয়লা মার্চ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কে ৪১৩ টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের তরফে রাজ্যসভায় এমনটাই জানানো হয়েছে।