For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএমসি ব্যাঙ্কে ৬৫০০ কোটির প্রতারণা! গ্রেফতার অভিযুক্ত সংস্থার ২ ডিরেক্টর

পঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কের প্রায় ৬৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার অভিযুক্ত নির্মাণকারী সংস্থা এইচডিআইএল-এর দুই ডিরেক্টর।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কের প্রায় ৬৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার অভিযুক্ত নির্মাণকারী সংস্থা এইচডিআইএল-এর দুই ডিরেক্টর। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন, রাকেশ ওয়াধোয়া আর সারাং ওয়াধোয়া। এর আগে পিএমসি নিয়ে অনিয়ম নিয়ে অভিযোগ করেছিল আরবিআই।

পিএমসি ব্যাঙ্কে ৬৫০০ কোটির প্রতারণা! গ্রেফতার অভিযুক্ত সংস্থার ২ ডিরেক্টর

এফআইআর-এর অভিযোগ তোলা হয়েছিল পিএমসি ব্যাঙ্কের বিরুদ্ধেও। বলা হয়েছিল, হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে সঙ্গে ব্যাঙ্কের আধিকারিকরা ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ নিয়ে আরবিআই-এর কাছে তথ্য গোপন করেছিলেন। অভিযুক্তরা ভুয়ো তথ্য দাখিল করে ক্ষুদ্র ঋণের ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল বলে অভিযোগ করা হয়েছে। সেই তথ্য আরবিআই-এর কাছে দেওয়া হয়েছিল, তাদের অনিয়মকে ঢাকা দেওয়ার জন্য। যেখানে ক্ষতির পরিমাণ প্রায় ৪৩০০ কোটি টাকা।

ব্যাঙ্কের আধিকারিকরা ২০০৮ থেকে ২০১৯-এর মধ্যে আইন না মেনেই ঋণ প্রদান করেছিলেন। ঋণের টাকা ফেরত না দিলেও ঋণ দেওয়ারও অভিযোগ উঠেছে। আর এই ঋণকে অনুৎপাদক সম্পদ হিসেবে গণ্য করা হয়নি। অভিযোগে আরও বলা হয়েছিল, পিএমসি ব্যাঙ্কের ৭৩ শতাংশ ঋণ নিয়েছিল এইচডিআইএল। যার মধ্যে ঋণের সংখ্যা ছিল ৪৪ টি। যার পরিমাণ প্রায় ৮৮৮০ কোটি টাকা।

মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা এফআইআর দায়ের করতেই, পিএমসি ব্যাঙ্কের তরফ থেকে ডিরেক্টর জয় থমাস, চেয়ারপার্সন ওয়ারাম সিংকে। এই মামলায় মূল অভিযুক্ত করা হয়েছে ডিরেক্টর থমাসকে। তিনি আরবিআইকে জানিয়েছিলেন, এইচডিআইএলকে ঋণ দিয়েছিল তাদের সংস্থা। আগেকার বোর্ড সদস্যদের না জানিয়েই এই ঋণ দেওয়া হয়েছিল।

English summary
Two directors of the real estate firm HDIL that set off the massive crisis at the Punjab Maharashtra Co-operative (PMC) Bank, following a loan default of Rs. 6,500 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X