For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ের কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত ২! আটকে পড়া শ্রমিকদের খোঁজে তল্লাশি জারি

মেঘালয়ে অপর একটি কয়লা খনিতে দুর্ঘটনা। মুকনর গ্রামে এই দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

মেঘালয়ে অপর একটি কয়লা খনিতে দুর্ঘটনা। মুকনর গ্রামে এই দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। পূর্ব জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার এস নন্টগার জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে, কয়লা তোলার সময় বোল্ডারের আঘাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মালিকের খোঁজে তল্লাশি চলছে।

মেঘালয়ের কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত ২! আটকে পড়া শ্রমিকদের খোঁজে তল্লাশি জারি

অন্যদিকে, পূর্ব জয়ন্তিয়া হিলসে খনিতে আটকে পড়া শ্রমিকদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। দমকল বাহিনীর পাম্প খনি থেকে জল বের করার কাজ করছে। ২ ও ৩ নম্বর শ্যাফটে যথাক্রমে ৭ ও সাড়ে ঘন্টা পাম্প চালানো হয়। একটি পাম্প চালানো শুরু হয় সকাল ১০ টায় এবং পরেরটি চালানো শুরু হয় ১০.৩০-এ। দুটি শ্যাফটের জল ৪ ফুট করে কমে। তবে বাকি শ্যাফটগুলি থেকে ব্যাপকভাবে জল আসতে থাকায় মাত্র ২ ফুট জন কমে। এখনও পর্যন্ত ১২,১৫,০০০ লিটার জল এই দুটি শ্যাফট থেকে বের করা হয়েছে।

উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারতীয় নৌবাহিনী এবং এনডিআরএফ। ১৩ ডিসেম্বর থেকে খনিতে আটকে রয়েছেন বেশ কয়েকজন শ্রমিক।

English summary
Two dead after coal mine collapses in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X