For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া সাংসদদের 'সংসদীয় শিক্ষা' প্রদানে বিজেপির ২ দিনের প্রশিক্ষণ শিবির শুরু আজ থেকে

Google Oneindia Bengali News

নয়া সাংসদদের 'সংসদীয় শিক্ষা' প্রদানে বিজেপির ২ দিনের প্রশিক্ষণ শিবির শুরু আজ থেকে
সুরজকুন্ড, ২৮ জুন : নবনির্বাচিত সাংসদদের 'সংসদীয় শিক্ষা' প্রদানে ২ দিনের ক্লাস শুরু করল বিজেপি। সংসদে কোন কোন বিষয় নজর দিতে হবে, কোন বিষয়গুলিকে এড়িয়ে যাওয়া উচিত বা কী ধরণের আচরণ বিধি মেলে চলা উচিত তা নতুন সাংসদদের বোঝাতেই এই নয়া প্রশিক্ষণ শিবির।

দুদিনের এই প্রশিক্ষণ হচ্ছে দিল্লি-হরিয়ানা সীমান্তের সুরজকুন্ডের এক হোটেলে। ঠিক কাঁটায় কাঁচায় সকাল ৯ টায় শুরু হবে এই 'ক্লাসঘর'। প্রথম বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তিনিও এই প্রথমবার সাংসদ হয়েছেন। এর পর বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি রাজনাথ সিং।

৭ জুলাই থেকে লোকসভায় বাজেট অধিবেশ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী আগেই দলের কর্মীদের সতর্কবার্তা দিয়ে দিয়েছেন, নিরপেক্ষভাবে অর্থনীতিকে তুলে ধরতে হবে। বৃহস্পতিবার নিজের ব্লগে প্রধানমন্ত্রী এও বলেন, সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও বেশি গুরুত্ব দিতে হবে। তিনি জানিয়েছেন, "সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে সঠিক কাজ" পৌছে দিতে হবে।

আরও পড়ুন : তৃণমূল 'গুরু'-দের থেকে ক্লাস নিয়ে সংসদে 'পরীক্ষা' দিতে চললেন বাধ্য 'সাংসদ' ছাত্রছাত্রীরা

হিসাব বলছে নয়া নির্বাচিত সাংসদদের সংখ্যা ১৬১। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, অর্থমন্ত্রী অরুণ জেটলি, এই নবনির্বাচিত সাংসদদের নিয়ে ক্লাস শুরু করছেন। সংসদে সাংসদদের অধিকার এবং দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। সংসদে সাংসদদের আচরণবিধি কী হওয়া উচিত তা নিয়ে প্রশিক্ষণ দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সোস্যাল মিডিয়াকে কীভাবে যুক্তিযুক্তভাবে এবং কার্যকরী উপায়ে কাজ লাগানো যাবে সে বিষয়ে নয়া সাংসদদের প্রশিক্ষণ দেবেন বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গোয়েল।

এই প্রশিক্ষণ শিবিরে সর্বশেষ বক্তব্য রাখবেন অভিজ্ঞ বিজেপি নেতা ৮৬ বছরের লালকৃষ্ণ আদবানী। সংসদের নিয়মনীতি, রীতি, ঐতিহ্য, সংসদের কাজের পদ্ধতি, কী করা উচিত এবং কী করা উচিত নয় এই সব বিষয়েও তিনি বক্তব্য রাখবেন।

প্রশিক্ষণ শেষ হবে বিকেল ৪টেয়।

English summary
Two-Day Training Camp for BJP's New MPs Begins Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X