For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সাংসদদের জন্য নিয়মানুবর্তিতার ক্লাস মোদী, শাহদের! গরহাজিরা বরদাস্ত নয়

বিজেপি সাংসদদের জন্য দুদিনের ওরিয়েন্টশন প্রোগ্রাম। এদিন সকালে শুরু হওয়া এই প্রোগ্রামে হাজিরা মাস্ট।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সাংসদদের জন্য দুদিনের ওরিয়েন্টশন প্রোগ্রাম। এদিন সকালে শুরু হওয়া এই প্রোগ্রামে হাজিরা মাস্ট। বন্ধ দরজার এই সেশনে আচরণ, শৃঙ্খলা, সংসদীয় পদ্ধতি, আদর্শগত বিষয় নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। এই প্রোগ্রামে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

এদিন সকালে জেপি নাড্ডার স্বাগত ভাষণ নিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এদিন বিকেলে উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি সাংসদদের ভূমিকা নিয়ে বলবেন বলেই জানা গিয়েছে। রবিবার সাংসদদের সামনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির 'অভ্যাস বর্গ'

বিজেপির 'অভ্যাস বর্গ'

অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজেপি অভ্যাসবর্গ। যেখানে শুধুমাত্র ছবি তোলার অনুমতি রয়েছে সংবাদ মাধ্যমের। ক্ষমতায় থাকা রাজ্যগুলির বিধায়কদের জন্য অভ্যাস বর্গের আয়োজন শুরু হয়েছে আগেই। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হিমাচল প্রদেশ। আইনসভার প্রথমবারের সদস্যদের জন্য উদ্দেশ্য করে হলেও বাকি সদস্যদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

অনিয়মে লাগাম আনতে চেষ্টা

অনিয়মে লাগাম আনতে চেষ্টা

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ অনিয়ম করেছেন। তাতে লাগাম লাগানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এর আগে এই ধরনের সভায় প্রধানমন্ত্রী মোদী শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার ওপর জোর দিয়েছিলেন। এছাড়াও তাঁর অন্য উপদেশগুলির মধ্যে ছিল সংসদে সময়োপযোগিতা ও নিয়মিত উপস্থিতি স্মরণ করিয়ে দেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুর এক বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, প্রথমবারের সাংসদদের জন্যই অনুষ্ঠান। কেননা অনেকেই এবার প্রথমবারের সাংসদ। এছাড়াও অন্যদলগুলি থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের জন্যও এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। কেননা তাদের কাছ থেকে দল কী আশা করে তা বুঝিয়ে দেওয়া এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন তিনি।

২০১৪-য় প্রথমবার ক্ষমতায় আসার পরে দলের সাংসদের নিয়মানুবর্তিতার জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন সময়ে প্রজ্ঞা ঠাকুরের মতো বিজেপি সাংসদদের
সংবাদমাধ্যমের সামনে অযাচিত ভাষায় মন্তব্য করতে দেখা গিয়েছে। এছাড়াও সংসদে অনেকেই নিয়মিত নন। তাঁদের মদ্যে রয়েছেন হেমামালিনী এবং সানি দেওয়াল।

মোদীর হুঁশিয়ারি

মোদীর হুঁশিয়ারি

শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী সাংসদদের হুঁশিয়ারি দিয়ে ববেছিলেন, দিল্লির হাওয়া থেকে তাঁরা দূরে থাকুন।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Two-day 'orientation programme' for BJP parliamentarians starts in New Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X