For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ বছরে এই প্রথম এমন ছবি ! দুটি সাইক্লোন একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে আরব সাগরের বুকে

‘কিয়ারে’র বিদায় ঘটতে না ঘটতেই আরব সাগরে উপস্থিত হয়েছে আরও এক সাইক্লোন। সেই ‘মহা’ সাইক্লোনের দাপটে এখন ত্রাহি ত্রাহি রব গুজরাট উপকূলে।

Google Oneindia Bengali News

'কিয়ারে'র বিদায় ঘটতে না ঘটতেই আরব সাগরে উপস্থিত হয়েছে আরও এক সাইক্লোন। সেই 'মহা' সাইক্লোনের দাপটে এখন ত্রাহি ত্রাহি রব গুজরাট উপকূলে। ক্রমশ গুজরাট উপকূলের দিকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'মহা' সাইক্লোন। এমন এক সাইক্লোন থাকতে থাকতে আর এক সাইক্লোনের বিরাজ হওয়ার নজির প্রায় নেই বললেই চলে আরব সাগরে।

‘কিয়ার' আর ‘মহা'র অবস্থান

‘কিয়ার' আর ‘মহা'র অবস্থান

‘কিয়ার' আর ‘মহা' অবস্থান করছে আরব সাগরে। আর তার মধ্যে ‘মহা'র অভিমুখ এখন গুজরাটের দিকে। যে কোনও সময়ে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে। তবে দুই সাইক্লোনের দ্বন্দ্বে এখন কে কেমন রূপ নেয়, তা বোঝা দায় হয়ে উঠেছে আবহবিদদের।

৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি

৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি

‘কিয়ার' আর ‘মহা' উভয়েই এখন আরব সাগরের রাজত্ব ভাগাভাগি করে নিয়েছে। তার মধ্যে কিয়ারের দাপট একটু কমতেই ফুঁসতে শুরু করেছে মহা। একইসঙ্গে দুই ঝড় আরব সাগরের বুকে এই প্রথম। ৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি। এবার দুই ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করায় মাঝেমধ্যেই গতিপথ বদলে যাচ্ছে ঝড়ের।

দুই সাইক্লোনের দাপাদাপিতে

দুই সাইক্লোনের দাপাদাপিতে

দুই সাইক্লোন একসঙ্গে অবস্থান করায় আরব সাগরের আবহাওয়া প্রতিদিনই বদলে যাচ্ছে। দুই ঝড়ই এখনও পর্যন্ত মাঝ সমুদ্রে বিরাজ করছে। তবে ‘মহা' এখন ছুটছে গুজরাট অভিমুখে। কিন্তু সময়ে সময়ে বদলে যাচ্ছে ঝড়ের গতিপথ। তা যে কখন কী রূপ নিচ্ছে তা বোঝা দায়।

একই বছরে চারটি সাইক্নোনও বিরল

একই বছরে চারটি সাইক্নোনও বিরল

আরব সাগরের চরিত্র বদল হয়েছে। শুধু একইসঙ্গে দুই ঝড়ই নয়, একই বছরে চারটি সাইক্নোন আরব সাগরের বুকে আগে কখনও দেখা যায়নি। এবার আরব সাগরে চারটি সাইক্নোন হয়েছে। এর আগে বায়ু আর হিক্কাও আরব সাগরে তাণ্ডব চালিয়েছিল। এযাবৎকালের মধ্যে এই ছবি ধরা পড়েনি আরব সাগরের।

English summary
Two cyclone ‘Kyarr’ and ‘Maha’ are flowing in Arabian Sea the first time. This picture is rare in recent 50 years history.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X