For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ ভোটে বিজেপির সামনে কোন দুই সংস্কৃতিক সংঘাত বড় চ্যালেঞ্জ অসমে! মুখ খুললেন হিমন্ত

২০২১ ভোটে বিজেপির সামনে কোন দুই সংস্কৃতিক সংঘাত বড় চ্যালেঞ্জ অসমে! মুখ খুললেন হিমন্ত

  • |
Google Oneindia Bengali News

এনআরসি, সিএএর পরবর্তী সময়ে বিহারে ভোটের লড়াইটা বিজেপির পক্ষে যতটা কঠিন ছিল, তার থেকেও বেশি কঠিন হতে চলেছে অসমে। কারণ ইতিমধ্যেই এনআরসির আগুন অসমকে ইতিমধ্যেই ছাড়খার করেছে। এরপর সিএএ ঘিরে মৃত্যুমিছিল দেখেছে অসম। এমন এক প্রেক্ষাপট সঙ্গে নিয়ে ২০২১ সালে দুটি ভিন্ন সংস্কৃতির সংঘাতের লড়াই মূলত অসমের ভোটভাগ্য নিয়ন্ত্রণ করবে। দাবি করছেন , বিজেপির শাসনে থাকা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের ভোট যুদ্ধে কোন সংঘাত ফ্যাক্টর

অসমের ভোট যুদ্ধে কোন সংঘাত ফ্যাক্টর

হিমন্ত বিশ্বশর্মার দাবি , আসন্ন ২০২১ ভোটে অসমের ভোট যুদ্ধে দুটি সাংস্কৃতিক সংঘাত বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে। হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসমে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের আলাদা 'মিঞা সংস্কৃতি' তৈরি হতে শুরু করেছে। এই নতুন 'মিঞা সংস্কৃতির ' সঙ্গে অসমের সংস্কৃতির সংঘাতই আসন্ন ভোটে বিজেপির সামনে অনেক কয়টি চ্যালেঞ্জ রেখে যাচ্ছে।

 মিঞা সংস্কৃতি আসলে কী?

মিঞা সংস্কৃতি আসলে কী?

প্রসঙ্গত, মিঞা ভাবনাচিন্তার মধ্যে একটা সাহিত্য সংস্কৃতি তৈরি হতে শুরু করেছে। হিমন্ত বিশ্বশর্মা বলছেন,' এই সংস্কৃতির লড়াই কোনও হিন্দু মুসলিম সংঘাত নয়।' এটি লড়াইয়ে অসমের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা বিজেপির সামনে বড় লক্ষ্য বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।

 বিজেপির পক্ষে অসমের মুলসিমরা!

বিজেপির পক্ষে অসমের মুলসিমরা!

হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসমের মুসলিমরা বিজেপির পক্ষে। তাঁর বক্তব্য অসমে মুসলিম ভোটব্যাঙ্ক নিয়েও খুব একটা বড় চ্যালেঞ্জ দেখছেনা বিজেপি। কারণ সেখানে ৩৫ শতাংশ মুসলিম ভোটার। হিমন্তের দাবি বিজেপির পক্ষে ৩১ থকে ৩২ শতাংশ মুসলিমের সমর্থন বিজেপির পক্ষে রয়েছে। ফলে অসমে মুসলিম ভোট বড় ফ্যাক্টর নয়।

 'ভোট কাটওয়া' ফ্যাক্টর ও অসম

'ভোট কাটওয়া' ফ্যাক্টর ও অসম

অসমে বিহারের মতো ভোট কাটওয়া ফ্যাক্টর থাকবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। সেক্ষেত্রে এআইএমএমের অসম প্রবেশ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় হিমন্ত। তবে তাঁর দাবি, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আসা মুসলিমরা বিপক্ষের ভোটব্যাঙ্কের অংশ। তারা বিজেপির পক্ষে নয় বলে জানিয়েছেন হিমন্ত।
তবে মিঞা সংস্কৃতির উত্থান বিজেপিকে ভাবনায় রাখছে। তবে হিমন্তের দাবি, অসম সংস্কৃতির পাল্টা জোরদার হাওয়া বিজেপিকে মসনদ ধরে রাখতে সাহায্য করবে।

 শুভেন্দু দল ছাড়লে একুশে বিপদ ঘনিয়ে আসবে তৃণমূলে! তারপরেও ৭ দিনের আল্টিমেটাম শুভেন্দু দল ছাড়লে একুশে বিপদ ঘনিয়ে আসবে তৃণমূলে! তারপরেও ৭ দিনের আল্টিমেটাম

English summary
Two cultiral factors will decide on 2021 Assam assembly elections says Himanta Biswasharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X