For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২

২০০৭-এর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা করল এনআইএ আদালত। এই ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০০৭-এর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা করল এনআইএ আদালত। এই ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত দুজনের নাম অনীক শফিক সইদ এবং মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী। সোমবার তাদের সাজা ঘোষণা করা হবে। এই মামলায় দুজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে।

২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২

২০০৭-এর ২৫ অগাস্ট গোকুল চাট ও লুম্বিনী পার্কে বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যু হয়েছিল। ৬৮ জন ওই ঘটনায় আহত হয়েছিলেন। ৩২ জনের মৃত্যু হয়েছিল গোকুল চাটে। ৪৭ জন আহত হয়েছিলেন। লুম্বিনী পার্কে মারা গিয়েছিলেন ১২ জন। আহত হয়েছিলেন ২১ জন।

[আরও পড়ুন:নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য ][আরও পড়ুন:নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য ]

তেলেঙ্গানা পুলিশ এই ঘটনার তদন্ত করে। বিস্ফোরণের পিছনে ইন্ডিয়ান মুজাহিদিনের জড়িতে থাকার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছিল পাঁচজনকে। তারা হল মহম্মদ আকরব ইসমাইল চৌধুরী, অনীক শফিক সইদ, ফারুক সারফুদ্দি তারকাস, মহম্মদ সাদিক ইসার আহমেদ সায়েক এবং তারিক অঞ্জুম। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চারটি চার্জশিট দাখিল করা হয়েছিল। বিস্ফোরণে নাম জড়িয়েছিল রিয়াজ ভাটকল এবং ইকবাল ভাটকলের। কিন্তু তারা দীর্ঘদিন ধরেই এদের খোঁজ পায়নি তদন্তকারী সংস্থাগুলি।

[আরও পড়ুন: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা][আরও পড়ুন: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা]

তারিক অঞ্জুমের বিরুদ্ধে বাকি চারজনকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল।

২৭ অগাস্ট দ্বিতীয় অ্যাডিশনাল মেট্রোপলিটান সেশন জাজ টি শ্রীনিবাস রাও মামলায় রায় ঘোষণার দিন পিছিয়ে ৪ সেপ্টেম্বর করেছিলেন।

[আরও পড়ুন:কী ভাবে শূন্য হল ১৬২! বিসিএস দুর্নীতিতে পিএসসি-র কাছে খাতা চাইল হাইকোর্ট][আরও পড়ুন:কী ভাবে শূন্য হল ১৬২! বিসিএস দুর্নীতিতে পিএসসি-র কাছে খাতা চাইল হাইকোর্ট]

English summary
Two convicted by NIA court in 2007 Hyderabad twin bomb blasts case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X