For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন! আখনৌর সেক্টরে পাক রেঞ্জার্সদের গুলিতে মৃত ২ জওয়ান

ভারত-পাক সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। পাকিস্তানি রেঞ্জারসদের গুলিতে মৃত বিএসএফ-এর দুই জওয়ান। জম্মুর আখনৌর সেক্টরের পারঘালে রবিবার ভোরে এই ঘটনা ঘটে।

Google Oneindia Bengali News

ভারত-পাক সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। পাকিস্তানি রেঞ্জারসদের গুলিতে মৃত বিএসএফ-এর দুই জওয়ান। এক মহিলা-সহ দুই সাধারণ বাসিন্দাও গুলি চালনায় আহত হয়েছেন। জম্মুর আখনৌর সেক্টরের পারঘালে রবিবার ভোরে এই ঘটনা ঘটে। বিনা প্ররোচনার পাকিস্তানি রেঞ্জারসরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএসএফ।

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন! আখনৌর সেক্টর পাক রেঞ্জার্সদের গুলিতে মৃত ২ জওয়ান

সপ্তাহখানেক আগে ভারত ও পাকিস্তান, দুই দেশের ডিজিএমও একসঙ্গে যুদ্ধবিরতির কথা জানিয়েছিল। এবিষয়ে ২০০৩ সালের চুক্রি মেনে চলার ব্যাপারে একমত হয়েছিল দুদেশই।

সূত্রের খবর অনুযায়ী, ভোর ২.১৫ নাগাদ প্রথমে গুলি চালনা দিয়ে শুরু। এরপর ভারী গোলাবর্ষণ শুরু হয়। পাক রেঞ্জারসদের ছোড়া মর্টাস ভারতীয় সীমান্তের প্রায় ১০ কিমি ভিতরে এসে পড়ে বলে জানা গিয়েছে। মৃত দুই জওয়ান হলেন, এএসআই এসএন যাদব এবং কনস্টেবল বিকে পান্ডে।

সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা গোলা পড়তে থাকায় ঘর থেকে বেরনোর সাহসও অনেকে করতে পারছেন না।

যদিওো পাল্টা জবাব দেয় বিএসএফও। তবে বিষয়টি নিয়ে বিএসএফ-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

English summary
Two BSF personnel killed in ceasefire violation by Pakistan Rangers in Akhnoor sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X