For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদার মতোই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে চায়! সেনাবাহিনীতে যোগ দিয়ে আত্মবিশ্বাসী ২ কাশ্মীরি যুবক

সেনাবাহিনীতে যোগ দিলেন জঙ্গিদের হামলায় নিহত রাইফেলম্যান ঔরঙ্গজেবের দুই ভাই। তাঁরা দুজন হলেন, মহম্মদ তারিক এবং মহম্মদ সাব্বির।

  • |
Google Oneindia Bengali News

সেনাবাহিনীতে যোগ দিলেন জঙ্গিদের হামলায় নিহত রাইফেলম্যান ঔরঙ্গজেবের দুই ভাই। তাঁরা দুজন হলেন, মহম্মদ তারিক এবং মহম্মদ সাব্বির। রাজৌরিতে এদিনের ক্যাম্পে এই দুজনকে নিয়ে ১০০ জন যুবক সেনাবাহিনীর প্যারেডে অংশ নেন।

দাদার মতোই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে চায়! সেনাবাহিনীতে যোগ দিয়ে আত্মবিশ্বাসী ২ কাশ্মীরি যুবক

প্রশিক্ষণের পর তারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবেন, একইসঙ্গে দাদার হত্যাকারীদের প্রতিশোধের বার্তাও দেন দুই ভাই। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন মহম্মদ তারিক এবং মহম্মদ সাব্বির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের বাবা-মাও।

গতবছর জুন মাসে পুলওয়ামা থেকে দিনের আলোয় সেনাবাহিনীর রাইফেলম্যান ঔরঙ্গজেবকে অপহরণ করেছিল জঙ্গিরা। জম্মু কাশ্মীর পুলিশ অনেক খুঁজেও তাঁকে পায়নি।
পরে ১৪ জুন তাঁর বুলেট বিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ইদে বাড়ি এসে আর ফিরতে পারেননি ওই সেনা জওয়ান। পরিবারের তরফ থেকে জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা
চলছে, তা নির্মুল করার আহ্বান জানানো হয়।

১১ হাজার আবেদনকারীর মধ্যে থেকে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন ঔরঙ্গজেবের দুই ভাইও। রাজৌরি, পুঞ্চ, রিয়াসি জেলা থেকে যুবকদের
নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

৪৪ রাষ্ট্রীয় রাইফেলস-এ ছিলেন ঔরঙ্গজেব। তাঁর কর্মস্থল ছিল সোপিয়ানে।

English summary
Two brothers of slain soldier Aurangzeb from Kashmir joins Indian Army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X