For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের

অরুণাচল প্রদেশে বিজেপিতে জোর ধাক্কা। দুই মন্ত্রী এবং আরও ছয় বিধায়ক দল ছেড়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

অরুণাচল প্রদেশে বিজেপিতে জোর ধাক্কা। দুই মন্ত্রী এবং আরও ছয় বিধায়ক দল ছেড়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েছেন।
জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে দলের টিকিট না পাওয়াতেই এই দলত্যাগ। তবে শুধু এঁরাই নন, পিপিলস পার্টি অফ অরুণাচলের এক বিধায়ক এবং বিজেপির আরও ১৯ নেতাও এনপিপিতে যোগ দিয়েছেন।

 দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের

যাঁরা টিকিট পাননি তাঁদের মধ্যে রয়েছেন, অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়ালি, পর্যটনমন্ত্রী জারকার গামলিন। এছাড়াও রয়েছেন ৬ বিধায়ক। পদত্যাগী মন্ত্রী ওয়ালির দাবি, মিথ্যা প্রতিশ্রুতির জেরে বিজেপি তার পুরনো জৌলুস হারিয়েছে। তিনি বলেছেন, তারা শুধু লড়াই করবেন না, অরুণাচলে এনসিপি সরকার গঠন করবেন।

মেঘালয়ে শাসকদল এনপিপি। সেই রাজ্যে তাদের জোট সঙ্গী বিজেপি। তবে অরুণাচলের ৪০ টি আসনেই এবার তারা প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে। এবার লোকসভা নির্বাচনের সঙ্গেই অরুণাচলে বিধানসভা নির্বাচন হতে চলেছে।

[আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় নেমে বিহারে কংগ্রেস-আরজেডি জোটের হাল কী! আসন রফা কোন পথে][আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় নেমে বিহারে কংগ্রেস-আরজেডি জোটের হাল কী! আসন রফা কোন পথে]

এনপিরির সাধারণ সম্পাদক থমাস সাংমা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে তারা একাই লড়াই করবেন এবং বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে অরুণাচল প্রদেশে এনপিপির মুখপত্র মুচু মিথি বলেছেন, দরকার পড়লে তারা ভোট পরবর্তী জোট গঠন করবেন। অন্যদিকে থমাস সাংমা জানিয়েছেন, অরুণাচলের একমাত্র লোকসভা আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্তের কথা জানানো হবে।

[আরও পড়ুন: বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি][আরও পড়ুন: বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি]

উত্তর-পূর্বে বিজেপির নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অন্যতম সদস্য এই এনপিপি।

[আরও পড়ুন: তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে চড়া আক্রমণ মমতার][আরও পড়ুন: তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে চড়া আক্রমণ মমতার]

English summary
Two Arunachal Pradesh Ministers, Six MLAs Quit BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X