For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাধ তথ্যের বিনিময়ের পক্ষে সওয়াল, কর্মীদের সুরক্ষার আর্জি জানিয়ে কেন্দ্রকে জবাব টুইটারের

Google Oneindia Bengali News

কর্মীদের সুরক্ষা দেওয়াটাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রকে এ কথা জানিয়ে দিল টুইটার। ভুল ও উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তার পর থেকে গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার প্রতিক্রিয়া জানাল টুইটার।

কর্মীদের সুরক্ষার আর্জি জানিয়ে কেন্দ্রকে জবাব টুইটারের

টুইটারের মুখপাত্র বলেছেন, 'টুইটারে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কর্মীদের নিরাপত্তা। শ্রদ্ধার জায়গা থেকে আমরা ভারত সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলব এবং মাননীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাব।'

বিবৃতিতে টুইটারের মুখপাত্র আরও জানিয়েছেন, 'আমাদের দৃঢ় বিশ্বাস যে, খোলামেলা ও অবাধ তথ্যের বিনিময়ের একটি বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব রয়েছে। তাই টুইট অবশ্যই অব্যাহত থাকা উচিত। এই কোম্পানি এ ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করে এবং জনগণের কথোপকথনের মৌলিক মূল্যবোধ ও প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চিত করে।'

গত ৩১ জানুয়ারি ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক ২৫৭ জনের টুইট অ্যাকাউন্টের একটি তালিকা পাঠিয়ে সেগুলি বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছিল। তারই জবাবে টুইটারের মুখপাত্র জানালেন, কর্মীদের সুরক্ষা দেওয়াই তাঁদের কাছে সর্বাধিক গুরুত্বের।

English summary
Twitter said, We strongly believe that open and free exchange of information has positive global impact
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X