টুইটারকে কেন্দ্রের নোটিসের পর এবার অমিত শাহের ছবি নিয়ে পদক্ষেপ সোশ্যাল মিডিয়া জায়েন্টের! কী ঘটেছে
লাদাখের জিও-লোকেশন ইস্যুতে গত ৯ নভেম্বর টুইটারকে একটি নোটিস পাঠায় মোদী সরকার। জানতে চাওয়া হয়, লাদাখকে জম্মু ও কাশ্মীরের অংশ হিসাবে দেখানোর নেপথ্য়ে টুইটারের কোন তরফে কী ব্যাখ্যা রয়েছে?এরপরই সোশ্যাল মিডিয়া জায়েন্টকে দেখা যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি নিয়ে পদক্ষেপ নিতে।

টুইটার কী জানিয়েছে?
টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রোফাইলে যে ছবিটি রয়েছে,তা 'কপিরাইট' লঙ্ঘন করছে। এই মর্মে ছবিটি সরিয়ে নেয় টুইটার। তারা জানিয়েছে, ছবিটির কপিরাইট যাঁর কাছে রয়েছে, তাঁর অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। এরপর এদিন সকালেই টুইটার সূত্রে জানানো হয় যে তারা অমিত শাহের প্রোফাইল লক করেছে।

অমিত শাহের ছবিতে ক্লিক করলেই..
এদিকে দেখা যাচ্ছে, অমিত শাহের টুইটারের ছবিতে ক্লিক করলেই লেখা থাকছে, 'মিডিয়া দেখা যাচ্ছে না। ছবিটি সরানো হয়েছে, কপিরাইট হোল্ডারের রিপোর্টের প্রেক্ষিতে'। এছাড়া আর কোনও তথ্য় টুইটারে উঠে আসছে না।

টুইটারের কপিরাইটের নিয়ম কী?
প্রসঙ্গত, যাঁর ছবি তোলা হচ্ছে, তাঁর কোনও এক্তিয়ার থাকে না টুইটারের ছবির ওপর। বরং যিনি ছবিটি তুলেছেন, তাঁর হাতেই থাকে সেই ছবির 'কপিরাইট' বা সত্ত্ব। ফলে অমিত শাহের ছবিতে অমিত শাহের থেকেও বেশি অধিকার থেকে যাচ্ছে ফটোগ্রাফারের।

বিসিসিআইয়ের ক্ষেত্রে একই পদক্ষেপ
অমিত শাহের ছবির আগে বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের ডিসপ্লে নিয়েও একইরকমের পদক্ষেপ নেয় এই সংস্থা।