For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে প্রচার, বন্ধ হতে চলেছে ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্ট

১০০ টিরও বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। মোদী সরকারের করা অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অ্যাকাউন্টগুলির মাধ্য়মে আপত্তিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

১০০ টিরও বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। মোদী সরকারের করা অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অ্যাকাউন্টগুলির মাধ্য়মে আপত্তিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ। বেশিরভাগ অ্যাকাউন্টই কাশ্মীর সংক্রান্ত বিষয়ের।

কাশ্মীর নিয়ে প্রচার, বন্ধ হতে চলেছে ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্ট

সরকারিভাবে টুইটার কতগুলি অ্যাকাউন্ট ব্লক করেছে তা জানা না গেলেও, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির দেওয়া তালিকায় থাকা অনেকগুলি টুইটার অ্যাকাউন্ট এখন বন্ধ করা হয়নি।

কাশ্মীর নিয়ে প্রচার, বন্ধ হতে চলেছে ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্ট

সরকারি সূত্রের খবর, অনেকগুলি টুইটার অ্যাকাউন্টই পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ কিংবা জামাত-উদ-দাওয়া সংগঠনের। বাকিগুলি সাংবাদিক, মানবাধিকার সংগঠন কিংবা কোনও ব্যক্তি বিশেষের বলে জানা গিয়েছে।

খবরটি প্রথমে সামনে আনে কাশ্মীরের একাধিক অনলাইন মিডিয়া। উইথকাশ্মীর ডট ওআরজি প্রথম বলে, কাশ্মীরের নিয়ে আন্দোলনে যুক্ত একাধিক ব্য়ক্তি টুইটারের থেকে সরকারিভাবে অভিযোগ পেয়েছেন। এদের বেশিরভাগের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

কাশ্মীর নিয়ে প্রচার, বন্ধ হতে চলেছে ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্ট

২৪ অগাস্ট, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টুইটারকে লেখা চিঠিতে, আইটি অ্যাক্ট ৬৯এ ধারায়, ব্যবস্থা নিতে বলা হয়। চিঠিতে ১১৫ টি টুইটার হ্য়ান্ডেল সম্পর্কে অভিযোগ করা হয়েছিল।

টুইটার থেকে পাঠানো ইমেলে বলা হয়েছে, ভারত সরকারের অভিযোগ, নির্দিষ্ট অ্য়াকাউন্ট ভারতীয় আইন বিরুদ্ধ কাজ করছে। ভবিষ্যতে এইরকম কোনও কাজে যুক্ত থাকলে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। একইসঙ্গে বলা হয়, নিজে থেকেই, আপত্তিকর তথ্য় তিনি সরিয়ে দিতে চান কিনা তা, ইমেলে জানাতে হবে।

তথ্য প্রযুক্তি আইন ২০০-এর ৬৯-এ ধারা অনুযায়ী, দেশের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষা করতে যে কোনও অপরাধমূলক তথ্যে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র।

English summary
Twitter blocks accounts, tweets over Kashmir content, on centers request. Kashmiri users and activists have received official legal complaints from twitter, warning that their online content could be acted upon in the future as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X