For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলন: কেন্দ্রের কড়া নির্দেশ, খালিস্তানপন্থীদের অ্যাকাউন্ট ব্লক করতে শুরু করল টুইটার

Google Oneindia Bengali News

কেন্দ্রের চাপে কার্যত নতিস্বীকার করতে বাধ্য হল টুইটার কর্তৃপক্ষ৷ কৃষক আন্দোলন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ১ হাজার ১৭৮টি অ্য়াকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল দিল্লি৷ তার মধ্যে বেশ কিছু অ্য়াকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ তবে সবকটি অ্য়াকাউন্টের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয়নি৷ বদলে ভারতে সেগুলির অ্য়াক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে৷ অর্থাৎ ভারতের মাটিতে থেকে সংশ্লিষ্ট অ্য়াকাউন্টগুলির পোস্ট আর দেখা যাবে না৷ এদিকে সব খালিস্থানপন্থীদের অ্যাকাউন্টও একে একে ব্লক করতে শুরু করেছে টুইটার।

পদক্ষেপের কথা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছে টুইটার

পদক্ষেপের কথা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছে টুইটার

তাঁদের এই পদক্ষেপের কথা ইতিমধ্যেই মোদী সরকারকে জানিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ প্রসঙ্গত, ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা, রিহানার মতো আন্তর্জাতিক সেলেবরা৷ যাতে ক্ষুব্ধ গেরুয়াশিবির৷ এমনকী, এর পালটা হিসাবে ভারতীয় তারকাদের একাংশও ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে টুইট করেছেন৷ যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা৷ অভিযোগ, কেন্দ্রের চাপেই পাল্টা টুইট করতে বাধ্য হয়েছেন ভারতীয় তারকারা৷

টুইটারের এই পদক্ষেপ নতুন করে সমালোচনার রসদ জোগাবে

টুইটারের এই পদক্ষেপ নতুন করে সমালোচনার রসদ জোগাবে

আর এবার টুইটারের এই পদক্ষেপ যে নতুন করে সমালোচনার রসদ জোগাবে, তা বলাই বাহুল্য়৷ প্রশ্ন উঠবে বাকস্বাধীনতার অধিকার নিয়েও৷ যদিও বুধবার টুইটারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কৃষক আন্দোলন নিয়ে অনেকেই ভুল তথ্য পেশ করছিলেন টুইটারে৷ তাতে বিভ্রান্তি ছড়াচ্ছিল৷

ভারতীয় আইনব্যবস্থা এই বিভ্রান্তিকে সমর্থন করে না

ভারতীয় আইনব্যবস্থা এই বিভ্রান্তিকে সমর্থন করে না

টুইটার আরও বলে, ভারতীয় আইনব্যবস্থা এই বিভ্রান্তিকে সমর্থন করে না৷ তাই আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই অবিলম্বে সংশ্লিষ্ট অ্য়াকাউন্টগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়৷ এমনকী, নির্দেশ পালন না করলে সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়৷ জানানো হয়, ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে সংস্থার বিরুদ্ধে৷ মনে করা হচ্ছে, এরপরই পিছু হঠতে বাধ্য় হয় টুইটার কর্তৃপক্ষ৷

English summary
Twitter blocks 1,178 accounts on Centre's order for false tweets on Farmer protest in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X