For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রপ্রদেশের গ্রাণাইট খনিতে বড় মাপের বিস্ফোরণ! ঘটনাস্থলেই মৃত ১২

শুক্রবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার একটি গ্রানাইট খনিতে একটি বড় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মারা যান ১২ জন কর্মী, আরও অনেকে ঘটনায় দগ্ধ হয়েছেন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। কি করে

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার হাথি বেলগাল গ্রামের কাছে এক গ্রানাইট খনিতে তীব্র বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। আলুর পুলিশের অনুমান কোনও জিলেটিন স্টিক থেকে ওই বিস্ফোরণ হয়। সেসময় খনিতে ওড়িশা থেকে আসা ২০ জন শ্রমিক কাজ করছিলেন।

অন্ধ্রপ্রদেশের গ্রাণাইট খনিতে বড় মাপের বিস্ফোরণ! মৃত ১২

বিস্ফোরণের অভিঘাতে নিহতদের দেহগুলি ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এখনও তাঁদের সনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে সন্ধ্যা সোয়া ৭ টার সময় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ স্থল থেকে একটি জ্বলন্ত ডিজেল ট্যাঙ্কারও পেয়েছে তারা। ওই তেলের ট্যাঙ্কার থেকেও বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা।

বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়েছে। হাথি বেলগাল গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে একটি তীব্র বিস্ফোরণের শব্দ পান তাঁরা। তারপরই ওই এলাকায় ভূমিকম্প হয়। খনি এলাকা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেন তাঁরা।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাটানোর ব্যবস্থা করেন। পুলিশ জানিয়েছে বেশিরভাগেরই দেহের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। তাই মৃতের সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

English summary
On Friday evening a major blast occurred at a Granite quarry in Kurnool district of Andhra Pradesh. 12 workers died on the spot, many suffered from the burn injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X