For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুদের কদর্যভাবে রিয়েলিটি শো-য়ে দেখানো যাবে না, কড়া নির্দেশ কেন্দ্রের

শিশুদের কদর্যভাবে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানে উপস্থাপন করা যাবে না। দেশের সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলকে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

শিশুদের কদর্যভাবে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানে উপস্থাপন করা যাবে না। দেশের সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলকে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

শিশুদের কদর্যভাবে রিয়েলিটি শো-য়ে দেখানো যাবে না

তথ্য ও সম্প্রচার মন্ত্রক একেবারে নোটিশ দিয়ে কয়েকটি ডান্স রিয়েলিটি শো-কে জানিয়ে দিয়েছে এই নির্দেশের কথা। বলা হয়েছে, শিশুরা যে নৃত্যশৈলী প্রদর্শন করে তা আসলে চলচ্চিত্রে বা অন্য বিনোদন মাধ্যমে সাবালকেরা করে থাকে। সেসবই নাবালকদের দিয়ে করানো হচ্ছে। এই ধরনের উপস্থাপনা কম বয়সীদের জন্য সঠিক নয়। এই ধরনের ঘটনায় শিশুদের ওপরে বিরূপ প্রভাবও পড়তে পারে।

যার ফলে নির্দেশ গিয়েছে যাতে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এই ধরনের উপস্থাপনা থেকে বিরত থাকে। এবং ১৯৯৫ সালের কেবল টিভি রেগুলেশন আইন মোতাবেক কাজ করে। এমনটাই নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।

নিয়মানুযায়ী, কোনও এমন অনুষ্ঠান টিভিতে করা যাবে না যা শিশু মনে প্রভাব ফেলে, তাঁদের বিব্রত করে। খারাপ ভাষা প্রয়োগ ও ভয়ঙ্কর ও যৌন দৃশ্যের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ রয়েছে।

চ্যানেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শিশুদের নিয়ে এমন উপস্থাপনা ছাড়াও কোনও ধরনের হিংসা ও অযাচিত দৃশ্য দেখানো থেকে বিরত থাকা যায়।

English summary
TV channels warns by IB ministry over indecent portrayal of kids in reality shows
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X