For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কি সত্যি বায়ুবাহিত? চিনের গণপরিবহনের ঘটনা থেকে আসছে যে তথ্য

Google Oneindia Bengali News

সাম্প্রতিক কালে কোরোনা ভাইরাসের বাতাসে ভেসে বেড়ানোর তথ্য প্রকাশ্যে এসেছে। তাই নিয়ে চর্চা চলেছে বিস্তর। বহু বৈজ্ঞানিকের দাবি, কোনও করোনা রোগীর মুখ থেকে বের হওয়া মাইক্রো-ড্রপলেট বাতাসে দীর্ঘক্ষণ ভেসে বেড়ায় এবং সেখান থেকেই সার্স কোভ ২ ভাইরাস কোনও রোগহীন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মতকে সমর্থন করে বলে, মানুষের আরও বেশি সতর্ক হওয়া উচিত। এতে মানুষের মনে আরও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে যখন প্রতিদিন দেশে সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

করোনা কি সত্যি বায়ুবাহিত? চিনের গণপরিবহনের ঘটনা

এবার এই বিষয়ে চিনের এক গণপরিবহনে যাত্রার ঘটনা সামনে এসেছে। তার থেকে করোনার বায়ুবাহিত হওয়ার বিষয়টি অনেকটাই পরিষ্কার হতে পারে। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জানুয়ারি দুটি বাস যাত্রা থেকে জানা যাচ্ছে যে করোনা আদতেই বায়ুবাহিত সংক্রমণ। দুটি বাসই একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে যাত্রীদের নিয়ে যায়।

জানা যায়, দুটি বাসের একটিতে ৬০ জন বসে ছিলেন, আরও একটিতে ৬৮ জন। যে বাসে ৬৮ জন যাত্রী ছিলেন, সেই বাসে একজন করোনা সংক্রমিত ছিলেন। পরে সেই বাসের ২৪ জনের করোনা ধরা পড়ে। এদিকে অপর বাসের একজনেরও করোনা সংক্রমণ হয়নি। প্রসঙ্গত, দুটি বাসই সেন্ট্রালি এয়ার কন্ডিশনড ছিল। এর থেকে এক গবেষকের দাবি, যে করোনা রোগীর বাসের বাকি যাত্রীদের করোনা সংক্রমণের ঝুঁকি ৩৪ শতাংশ। এবং সাধারণ মানুষের থেকে সংক্রমণের ঝুঁকি ছিল ১১ গুণ বেশি।

English summary
tudy from China tells us about airborne transmission of coronavirus in public transport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X