For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট চাইতেই চেকারকে বেধড়ক মার রেল পুলিশের, ভিডিও ভাইরাল

সমাজ রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, তারাই যদি হিংস্র হয়ে ওঠে, তাহলে যে পরিস্থিতি তৈরি হয়, তাই প্রত্যক্ষ করলেন ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসের (bhagalpur danapur intercity express) যাত্রীরা (passengers) । ট্রেন

  • |
Google Oneindia Bengali News

সমাজ রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, তারাই যদি হিংস্র হয়ে ওঠে, তাহলে যে পরিস্থিতি তৈরি হয়, তাই প্রত্যক্ষ করলেন ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসের (bhagalpur danapur intercity express) যাত্রীরা (passengers) । ট্রেনের টিকিট চেকার (TTE) তাঁকেই মারধরের অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও (video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral)।

 পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ট্রেনের এসি বগিতে থাকা টিটিই দীনেশকুমার সিং জানিয়েছেন, তিনি পুলিশকে টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, সেই সময় তাঁকে মারধর করা শুরু হয়। পরে আরও বেশ কয়েকজন তাঁকে মারকধর করে।

যাত্রীরা সাহায্যে এগোয়নি

ঘটনাটি বুধবারের। টিটিই দীনেশকুমার সিং জানিয়েছেন প্রথমে সুনীল কুমার তাঁকে গালাগালি করেন। কিছু পরে ট্রেননি বখতিয়ারপুর স্টেশনে পৌঁছলে আরও বেশ কয়েকজন পুলিশ সেখানে আসে। তারাও লাথি ও ঘুষিমারে। তবে টিটিই-র অনুযোগ, ট্রেনে থাকা যাত্রীদের কেউ তাঁর সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

এক মহিলা বাঁচিয়েছেন

এক মহিলা বাঁচিয়েছেন

টিটিই-র অভিযোগ পুলিশকর্মীরা যাচ্ছিলেন এসি বগিতে। তাদের সিট না থাকলেও বসে ছিল। সেই সময় তিনি বলেন, সিটের যাত্রী আসলে উঠে যেতে হবে। এরপরেই তাঁকে গালাগালি দেওয়া হয়।তিনি সাহায্য চেয়েছিলেন। এরপর আরও ৫ জন তাঁকে মারধর করেন। এক মহিলা যাত্রীর পায়ে ধরলে সেই সময় মহিলা যাত্রীই তাঁকে রক্ষা করেন।

 সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসে টিটিই দীনেশ সিং-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভুক্তভোগী টিটিই রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। অনেক সময়ই যাত্রীরাও অভিযোগ করেন টিটিই ও পুলিশের বিরুদ্ধে। এবার ট্রেনে পুলিশের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

ভোটব্যাঙ্কেই আটকে গেলেন মমতা! বাংলা-ঝাড়খণ্ডে প্রচারে নেই রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাভোটব্যাঙ্কেই আটকে গেলেন মমতা! বাংলা-ঝাড়খণ্ডে প্রচারে নেই রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

English summary
TTE of Bhagalpur Danapur intercity Express says, Police targets him when he wants ticket from them, video viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X