For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনেতে আছড়ে পড়ল সুনামির মতো জলের স্রোত, দেখুন ভিডিও

দিন কয়েক আগেই টানা বৃষ্টির সম্মুখিন হয়েছিল পুনে। তারপর সেভাবে দুর্যোগের ঘনঘটা ছিল না। কিন্তু, আচমকাই বিশাল বিশাল ঢেউ ঢেউ নিয়ে শহরের বুকে ঢুকে পড়তে থাকে জল। সকলেই হতভম্ভ।

Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই টানা বৃষ্টির সম্মুখিন হয়েছিল পুনে। তারপর সেভাবে দুর্যোগের ঘনঘটা ছিল না। কিন্তু, আচমকাই বিশাল বিশাল ঢেউ ঢেউ নিয়ে শহরের বুকে ঢুকে পড়তে থাকে জল। সকলেই হতভম্ভ। হঠাৎ করে কোথায় থেকে এত জল এল কূল-কিনারা করতে পারছিলেন না কেউ। চোখের পলক ফেলার আগেই রাস্তা-দোকান-ঘর-বাড়ি জলে ভেসে যেতে থাকে। কয়েক মুহূর্তেই জল প্রায় হাঁটু ছাড়িয়ে কোমরের কাছাকাছি চলে আসার উপক্রম। অনেকে চিৎকার করতে থাকেন সুনামি-সুনামি বলে। অনেকের মনে তখন সুনামির দুঃস্বপ্ন।

পুনেতে আছড়ে পড়ল সুনামির মতো জলের স্রোত, দেখুন ভিডিও

মুহূর্তের মধ্য়ে উদ্ধার কাজে নামে পুলিশ প্রশাসন। ডিজাস্টার ম্যানেজমেন্ট। বিপুল জলের স্রোতের মধ্যে লোকজনকে দড়ির সাহায্যে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হতে থাকে। অনেকে আবার জলের স্রোতের মধ্যে দাঁড়িয়ে দোকানদারি করতে থাকেন। শত মানাতেও অনেকে আবার ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে অস্বীকার করেন।

আসলে পুনে শহরের মধ্যে এমন সুনামি আতঙ্কের কারণ ছিল স্থানীয় দাণ্ডেকর ব্রিজের লাগোয়া বাঁধের একটা দেওয়াল ভেঙে যাওয়া। পুনের জনতা ভাসাহাত এলাকার মুথা ক্যানেলের উপরে এই ব্রিজ। দাণ্ডেকর ব্রিজের দেওয়াল ভেঙে পড়ার কিছুক্ষণের মধ্যেই জলে ভাসতে থাকে জনতা ভাসাহাট এলাকা।

রাস্তার উপরে থাকা গাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করে। অনেকে আতঙ্কে গাড়ি থামিয়ে পালাতে শুরু করেন। পুনের সিংগাঢ় রোডের উপরে গাড়ি চলাচল পুরোপুকি স্তব্ধ হয়ে যায়।

অনেকের মনে ফিরে আসে ১৯৬১ সালে পুনেতে পানসেত বাঁধের ভেঙে পড়ার ঘটনা। সেই ঘটনায় ১০০০ লোকের মৃত্যু হয়েছিল। বাঁধের একটা অংশের দেওয়ার ভেঙে পড়ার কয়েক মিনিটের মধ্যে ১,৪০০ কিউসেক জল পুনের জনতা ভাসাহাট এলাকায় ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। সেচ দফতর থেকে তাড়াতাড়ি খাদেকওয়াসালা বাঁধ থেকে মুথা ক্যানেলে জল যাওয়া বন্ধ করে দেওয়া হয়। দাণ্ডেকর ব্রিজ মুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও ডিজাস্টার ম্য়ানেজমেন্টের সঙ্গে সঙ্গে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন, দমকল-ও উদ্ধারকাজে নামে। শেষমেশ সন্ধ্যার আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে। পাম্প করে জল বের করার চেষ্টা চলছে।

English summary
People of Pune suddenly have seen a Tsunami like situation in Janata Vasahat area. A wall of a part of dam on Mutha canal collapsed which submerged the area in few minutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X