For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যের দুরকম সংস্করণ কি সম্ভব! রাফালে বিতর্কে রাহুল-ওলাঁদেকে এক যোগে বিঁধলেন জেটলি

সত্যের দুরকম সংস্করণ থাকতে পারে না। রাফালে নিয়ে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদের দুরকম বক্তব্য প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

সত্যের দুরকম সংস্করণ থাকতে পারে না। রাফালে নিয়ে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদের দুরকম বক্তব্য প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওলাঁদে প্রথমে বলেছিলেন চুক্তিতে রিলায়েন্সের জন্য প্রস্তাব দিয়েছিল ভারত। পরে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তাঁর অজ্ঞাত। এব্যাপারে ডসাল্টই কোনও মন্তব্য করতে পারবে।

সত্যের দুরকম সংস্করণ কি সম্ভব! রাফালে বিতর্কে রাহুল-ওলাঁদেকে এক যোগে বিঁধলেন জেটলি

ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করে, জেটলি বলেছেন, ভারত কিংবা ফ্রান্সের সরকার, কেউই রাফালে নিয়ে চুক্তিতে শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেনি।

ফ্রান্সের সংবাদ মাধ্যমে ওলাঁদে শুক্রবার বলেছিলেন, ভারত সরকারের তরফ থেকেই রাফালের প্রস্তুতকারক ডসাল্ট এভিয়েশনকে প্রস্তাব দেওয়া হয়েছিল রিলায়েন্স ডিফেন্সকে ভারতীয় সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করতে। এরপরেই ভারতের রাজনৈতিক মহলে ঝড় বয়ে যায়। বিজেপির তরফে রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে আক্রমণ করেন। এবার জেটলি নামলেন আক্রমণে।

কিন্তু ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিজের বয়ান বদল করেন। যখন তাঁকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, ভারতের তরফ থেকেই কি রিলায়েন্সের নাম উল্লেখ করে ডসাল্টের সঙ্গে কাজ করার অনুরোধ করা হয়েছিল। সেই সময় ওলাঁদে জানান, বিষয়টি তাঁর অজ্ঞাত। এব্যাপারে ডসাল্টই কোনও মন্তব্য করতে পারবে।

জেটলি বলেছেন, ওলাঁদের প্রথম বক্তব্য নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। যেই বক্তব্যকে ফ্রান্সের সরকার এবং রাফালের প্রস্তুতকারক ডসাল্ট অস্বীকার করেছে।

জেটলি বলেছেন, কংগ্রেসের অফিসিয়াল টুইটারে ৩১ অগাস্ট মন্তব্য করা হয়েছিল, ডসাল্টের অংশীদার হতে ওলাঁদেকে ঘুষ দিয়েছিলেন অমিল আম্বানি।

শনিবার ভারত সরকারের তরফ থেকে রিলায়েন্স ডিফেন্সকে বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করে। অন্যদিকে ফ্রান্সও জানায়, ভারতীয় শিল্পপতিকে বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা নেই। ডসাল্টও জানায়, চুক্তিতে রিলায়েন্স ডিফেন্সকে বেছে নিয়েছিল তারাই।

English summary
"Truth Can't Have 2 Versions": Arun Jaitley Questions Hollande On Rafale
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X