For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের জমকালো অভ্যর্থনায় ব্যস্ত মোদী সরকার, ক্রীতদাসের মানসিকতা বলে কটাক্ষ শিবসেনার

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে তাঁর অভ্যর্থনায় মগ্ন মোদী সরকার। ট্রাম্পের যাওয়ার রাস্তায় বস্তি পড়লে সেটা ঢাকা হচ্ছে ৫ ফুট উঁচু পাঁচিল দিয়ে।

Google Oneindia Bengali News

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে তাঁর অভ্যর্থনায় মগ্ন মোদী সরকার। ট্রাম্পের যাওয়ার রাস্তায় বস্তি পড়লে সেটা ঢাকা হচ্ছে ৫ ফুট উঁচু পাঁচিল দিয়ে। কোনও ভাবেই দেশের দারিদ্র মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রকাশ করতে নারাজ মোদী। এই নিয়ে মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে শিবসেনা। দলের মুখপত্র সামনায় ট্রাম্পের এই অভ্যর্থনার প্রস্তুতিকে দাসত্বের মানসিকতা বলে কটাক্ষ করা হয়েছে।

ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট

ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাতের আহমেদাবাদে যাবেন তিনি। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। গুজরাটের আহমেদাবাদকে ঢেলে সাজানো হচ্ছে। রাস্তার ধারের বস্তি লোকাতে আহমেদাবাদ পুরসভা ছ ফুট দীর্ঘ উঁচু পাঁিচল তুলে দিয়েছে। তিন ঘণ্টা আহমেদাবাদে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। তার জন্য ১০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে বস্তি ঢাকার উঁচু পাঁচিল। হাউডি মোদীর মতোই আহমেদাবাদে 'কেম ছো ট্রাম্প' নামে একটি সভার আয়োজন করা হয়েছে।

 মোদীকে আক্রমণ সেনার

মোদীকে আক্রমণ সেনার

ট্রাম্পের অভ্যর্থনায় মোদী সরকারের এই প্রস্তুতিকে দাসত্বের মানসিকতা বলে কটাক্ষ করেছে শিবসেনা। দলের মুখপত্র সামনায় লেখা হয়েছে যেন বাদশাহ নগর দর্শনে আসবেন এমন করে সাজানো হচ্ছে আহমেদাবাদ। যেভাবে স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে রানি ভিক্টোরিয়া ভারত সফরে আসতেন ট্রাম্প যেন সেভাবেই ভারত সফর করবেন। ভারতকে যেভাবে দাসত্বের দেশ বলে মনে করত ব্রিটিশরা। ঠিক সেরকমই ট্রাম্পের সফরের আগে মোদী সরকারের প্রস্তুতি সেই দাসত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।

গরিবি ছুপাও

গরিবি ছুপাও

মোদীকে সরাসরি আক্রমণ করে শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে ইন্দিরা গান্ধী একসময় গরিবি হঠাও ডাক দিয়েছিলেন আর এখন মোদী বলছেন গরিবি ছুপাও। সেকারণেই আহমেদাবাদে বস্তি ঢাকতে ১০০ কোটি টাকা খরচ করে দেওয়াল তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সামনায়।

English summary
Trump's welcome preparation of Modi government shows slave culture, says Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X