For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চা ওয়ালা' থেকে 'দেশের সেরা প্রধানমন্ত্রী' , মোতেরায় ভূমিপুত্র মোদীর প্রশংসায় ট্রাম্প

মোদীর 'চা ওয়ালা' থেকে 'কঠিন' মানুষ হয়ে ওঠার কাহিনি ট্রাম্পের মুখে! ভূমিপুত্রের ভূয়সী প্রশংসা মোতেরা

  • |
Google Oneindia Bengali News

এক লাখ মানুষের ভিড় দুই রাষ্ট্রনেতাকে একসঙ্গে দেখতেই একযোগে তখন ধ্বনি তুলেছেন 'ভারত মাতা কী জয়।' এভাবেই ২৪ ফেব্রেুয়ারির মোতেরা স্টেডিয়াম দেখল এক অনবদ্য দৃশ্য মার্কিন রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে। 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে এদিন মোদীর বক্তব্য শেষ হতেই মার্কিন প্রেসিডেন্ট মঞ্চ মাতিয়ে দেন। গুজরাতের মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে গুজরাতের ভূমিপুত্র মোদীর ভূয়সী প্রশংসা উঠে আসে ট্রাম্পের মুখে।

চা ওয়ালা মোদী

চা ওয়ালা মোদী

'.. আমরা সারাজীবন এই আথিথেয়তা মনে রাখব। ভারত আমাদের হৃদয়ে একটি বিশএষ জায়গা দখল করে রয়েছে। প্রধানমন্ত্রী মোদী একজন চা ওয়ালা হিসাবে জীবন শুরু করেছিলেন। সকলে তাঁকে ভালোবাসেন।... ' এরপরই ট্রাম্প বলেন, 'তবে আমি বলি কী.. উনি খুব কঠিন মানুষ।..' বলেই পিছনে ফিরে মোদীর দিকে তাকিয়েই মুচকি হাসেন ট্রাম্প। আর সেই দৃশ্য দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা মোতেরা।

 'সেরা প্রধানমন্ত্রী'

'সেরা প্রধানমন্ত্রী'

ভূমিপুত্র মোদীর প্রশংসা যখন থেকে শুরু হয়েছে গোটা মোতেরা তখন থেকে উচ্ছ্বসিত। আর ট্রাম্প বলে চলেছেন, ' মোদী ভারতের সেরা প্রধানমন্ত্রী ', যাঁকে হাউডি মোদী অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন কয়েক হাজার মার্কিনি।

 মোদীর ভোট প্রাপ্য ও ট্রম্পের প্রশংসা

মোদীর ভোট প্রাপ্য ও ট্রম্পের প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদীকে সকলে ভালোবাসেন বলেই গত নির্বাচনে মোদী বিপুল ভোটে জয়ী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। মোদী এই দেশের মানুষের কাছে অনুপ্রেরণামূলক একাধিক কাজ করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

 প্রশংসার সুর অব্যহত

প্রশংসার সুর অব্যহত

ট্রাম্প এদিন ভারতের প্রধানমন্ত্রীর যেমন ভূয়সী প্রশংসা করেন, তেমনই তিনি বলেন, মোদীর নেতৃত্বে ভারত কষ্ঠসাধ্য যেকোনও কাজ করে দিয়েছে। তিনি বলেন, ভারত এখন চাইলে যেকোনও অসম্ভব কাজ করেত দিতে পারে। ট্রাম্পের দাবি . তা সম্ভব হয়েছে মোদীর জন্যই।

 নমস্তে ট্রাম্প: ইতিহাসের পুনরাবৃত্তি! আমেরিকাকে ভারতের বন্ধু বললেন ট্রাম্প নমস্তে ট্রাম্প: ইতিহাসের পুনরাবৃত্তি! আমেরিকাকে ভারতের বন্ধু বললেন ট্রাম্প

English summary
Trump praises Narendra Modi, talks about his journey from Tea wallah to PM .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X