তেলাঙ্গানায় বিধানসভা ভেঙে দিচ্ছেন কেসি রাও! আচমকা ভোটের ইঙ্গিতে রাজনৈতিক চাঞ্চল্য
তেলাঙ্গানায় সরকার ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যাতে এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতেই বাকী চারটি রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে রাজ্যে ভোট হতে পারে। একদিনের মধ্যেই তেলাঙ্গানা রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে বলে খবর।

এই বৈঠক ও তারপরে সভার জন্য ২ হাজার একর জায়গা নির্দিষ্ট করা হয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এতবড় জায়গা নিয়ে মিটিং নাকি আগে কোথাও হয়নি বলে দাবি করছে টিআরএস। রঙ্গ রেড্ডি জেলায় এই মিটিং হবে।
[আরও পড়ুন: মোদী-রাজ্যকে হারিয়ে দিলেন মমতা! ভারতসভায় শ্রেষ্ঠ আসন দখলের 'হ্যাটট্রিক' বাংলার]
সেই জনসভার শেষেই টিআরএস বড় রাজনৈতিক ঘোষণা করবে বলে দলের নেতারাই জানাচ্ছেন। এই বৈঠকের পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতেও নাকি বদল আসবে। এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের পুত্র কেটি রামা রাও। যদিও সরকার ভেঙে দেবেন কিনা তা স্পষ্ট করেননি কেটিআর।
[আরও পড়ুন:যাঁদের হাতে দেশ চালানোর ভার, ডিএ বিতর্কের মাঝে জেনে নিন মাস গেলে কত হাতে পান তাঁরা ]
প্রসঙ্গত, তেলাঙ্গানার টিআরএস সরকারের ২০১৯ সালের মে মাসে মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে লোকসভা ভোটের সঙ্গে একইসঙ্গে এই রাজ্যেও ভোট হওয়ার কথা। এছাড়া ২ সেপ্টেম্বর তেলাঙ্গানা রাজ্য গঠনের চার বছর পূর্ণ হবে। তার মধ্যেই টিআরএস ভোটের দামামা বাজিয়ে দিল বলে।
[আরও পড়ুন:২০১৯-এ মোদীর নজরে ২০৮ কেন্দ্র! মমতা-রাহুল জুটিকে হারানোর রণকৌশল তৈরি]