For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাসকের হাতেই ক্ষমতা, নাকি পরিবর্তন আসছে রাজ্যে! এক ক্লিকেই মিলবে আভাস

নির্দিষ্ট সময়ের আগেই তেলঙ্গানায় ভোটের দামাম বেজেছে। আর দিন ১৪ পরেই ভোট। তার আগেই জনমত সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এবার কার হাতে উঠবে তেলেঙ্গানার শাসনভার?

  • |
Google Oneindia Bengali News

নির্দিষ্ট সময়ের আগেই তেলঙ্গানায় ভোটের দামাম বেজেছে। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জনমত নিয়ে পুনরায় ক্ষমতায় আসছে ভোটে যাওয়ার কথা ঘোষণা করেছেন। আর দিন ১৪ পরেই ভোট। তার আগেই জনমত সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এবার কার হাতে উঠবে তেলেঙ্গানার শাসনভার?

সমীক্ষার ইঙ্গিত কোন দিকে

সমীক্ষার ইঙ্গিত কোন দিকে

টাইমস নাউ-সিএনএক্সের প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে, তেলেঙ্গানা এবারও থাকছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দখলে। টিআরএস ভোট শেয়ারিংয়ে চমক দিয়ে এবারও ক্ষমতায় আসতে চলেছে। কংগ্রেসও ভোট বাড়াতে সক্ষম হলেও জোটসঙ্গীর ব্যর্থতা তারা ঢাকতে পারবে না বলেই সমীক্ষা ইঙ্গিত দিয়েছে।

কোন দল কত আসন পাবে

কোন দল কত আসন পাবে

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী টিআরএস পেতে পারে ৭০টি আসন। ২০১৪-র নির্বাচনের থেকেও তারা সাতটি আসন বেশি পেতে পারে। কংগ্রেসের নেতৃত্বে মহাজোটের আসন সংখ্যা দাঁড়াবে ৩৩। বিজেপি পাবে তিনটি আসন। আম মিমের দখলে যাবে ৮টি আসন। অন্যান্যরা জিততে পারে ৫টি আসন। ফলে এবারও কংগ্রেসের স্বপ্ন অধরা রয়ে যাবে তেলেঙ্গানায়।

ভোট শেয়ার কার কত বৃদ্ধি

ভোট শেয়ার কার কত বৃদ্ধি

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ কে চন্দ্রশেখর রাওয়ের দল এবার প্রতিষ্ঠান বিরোধিতা কাটিয়ে ৩.২৫ শতাংশ ভোট বাড়াতে সমর্থ হচ্ছে। ফলে তারা ৩৪.৩০ শতাংশ থেকে পৌঁছে যাবে ৩৭.৫৫ শতাংশে। সেখানে কংগ্রেস বাড়াচ্ছে ২.৭৮ শতাংশ ভোট। কিন্তু তাঁদের জোটসঙ্গী তেলেগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর টিডিপি ভোটবাক্সে এবার ৫.৬৬ শতাংশ পতন ঘটতে চলেছে। ফলে কংগ্রেস জোট গড়েও লাভ করতে পারবে না।

চন্দ্রবাবুর দলের ভোট কমে ১০ শতাংশেরও নিচে

চন্দ্রবাবুর দলের ভোট কমে ১০ শতাংশেরও নিচে

কংগ্রেস তেলেঙ্গানায় ভোট বাড়াতে সক্ষম হলেও এবার জোটসঙ্গী টিডিপির ভোট ৫.৭৮ শতাংশ কমে যাবে। যার প্রভাবে এবারও টিআরএস ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। প্রাক নির্বাচনী এই সমীক্ষায় উঠে এসেছে টিডিপির ভোট ১৪.৭০ থেকে কমে দাঁড়াবে ৯.০৪ শতাংশে। এই ফ্যাক্টরই পিছিয়ে দেবে মহাজোটকে। অথচ কংগ্রেসের ভোট ছিল ২৫.২০ শতাংশ। তা থেকে বেড়ে হবে ২৭.৯৮ শতাংশ।

সি ভোটারের সমীক্ষা বলছে অন্য কথা

সি ভোটারের সমীক্ষা বলছে অন্য কথা

সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবার তেলেঙ্গানার সরকার উল্টে যেতে বসেছে। এবার ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস-টিডিপি-সিপিআইয়ের মহাজোট। ১১৯টি আসনবিশিষ্ট তেলেঙ্গানার ম্যাজিক ফিগার ৬০টি। সেই সংখ্যার থেকেও বেশি আসন পাবে মহাজোট, এমন আভাস দিয়েছে সি-ভোটার।

২০১৪-র ফল কী ছিল

২০১৪-র ফল কী ছিল

তেলেঙ্গানায় ২০১৪ বিধানসভা নির্বাচনে ৬৩টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল টিআরএস। প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস। তাঁদের আসন সংখ্যা ছিল ২১। টিডিপি জয় পেয়েছিল ১৫টি আসনে। বিজেপি জিতেছিল ৫টি কেন্দ্রে। আর মিমের দখলে গিয়েছিল ৭টি, ওয়াইএসআর কংগ্রেস ৩, বহুজন সমজাবাদী পার্টি ২, সিপিএম ও সিপিআই একটি করে আসনে জিতেছিল।

English summary
TRS can win in Telangana Assembly Election 2018 according to Survey report. Though others survey indicates of change in Telangana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X