For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-তৃণমূল আঁতাতের অভিযোগ! ত্রিপুরায় ঘাসফুল শিবিরে ফের ভাঙন, প্রভাবশালী নেতার যোগদান কংগ্রেসে

ত্রিপুরায় (Triputa) আবার ভাঙল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন ত্রিপুরা তৃণমূল অন্যতম সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী কংগ্রেস (Congress) বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন। কংগ্রেসে যে

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় (Triputa) আবার ভাঙল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন ত্রিপুরা তৃণমূল অন্যতম সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী কংগ্রেস (Congress) বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন। কংগ্রেসে যোগ দেওয়ার পরে তিনি ত্রিপুরায় বিজেপি-তৃণমূলের মধ্যে আঁতাতের অভিযোগ করেছেন। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এদিনের দলত্যাগীদের হাওয়া মোরগ বলে কটাক্ষ করেছেন।

 ত্রিপুরায় দলবদল

ত্রিপুরায় দলবদল

এদিন ত্রিপুরার রাজধানী আগরতলায় বড় দলবদলের অনুষ্ঠান হয়ে গেল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী ঘাসফুল ছেড়ে হাত-পতাকা তুলে নিলেন। তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে এদিন গত পুরসভা নির্বাচনে তৃণমূলের ১২ জন প্রার্থীও কংগ্রেসে যোগ দিয়েছেন। যোগদানের পরে তিনি রাজ্যে বিজেপি ও তৃণমূলের মধ্যে আঁতাতেরও অভিযোগ করেছেন।

লক্ষ্য ২০২৩-এর সরকার গঠন

সোশ্যাল মিডিয়ায় এদিনের দলবদলের ছবি দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, তাদের লক্ষ্য হল ২০২৩-এ রাজ্যে সরকার গঠন। তাদের দাবি এদিন বিজেপি ও তৃণমূল থেকে প্রায় ২ হাজার কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন।

 কটাক্ষ তৃণমূলের

কটাক্ষ তৃণমূলের

এদিনর দলবদলকে তীব্র কটাক্ষ করেছেন ত্রিপুরা তৃণমূলের ভারপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আখের গোছাতেই এই দলবদল। দলত্যাগীদের বিশ্বাসযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। দলত্যাগীদের আয়ারাম-গায়ারাম এবং
হাওয়া মোরগ বলে কটাক্ষ করে তাঁর দাবি সামনের নভেম্বরে এঁরাই ফেল দলবদল করে অন্য দলে যাবেন।

মানুষের পাশে, রাস্তায় কংগ্রেস

ত্রিপুরায় তারা মানুষের পাশে বলে দাবি করেছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা বলেছে, স্বৈরাচারী বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ দুই বেলা খেয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকারদের কর্মসংস্থানের কোনও ব্যবস্থা এই সরকার নিচ্ছে না। শুধু ভাষণবাজি আর জুমলা দিচ্ছে সাধারণ মানুষকে। তাই সাধারণ মানুষ আজ এই বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। কংগ্রেস সর্বদা মানুষের পাশে। আসছে দিন
এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবেই। নতুন সূর্য উদিত হবে। এটাই জাতীয় কংগ্রেসের বিশ্বাস।

ছবি সৌ:ফেসবুক

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা! কতটা প্রভাব দক্ষিণবঙ্গে, একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসWeather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা! কতটা প্রভাব দক্ষিণবঙ্গে, একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

English summary
Tripura TMC general secretary Baptu Chakraborty joins Congress with 12 municipal election candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X