For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনারস রপ্তানি! মৌ স্বাক্ষর ত্রিপুরার বিজেপি সরকারের

ত্রিপুরায় উৎপাদিত আনারস রপ্তানিতে উল্লেখযোগ্য পদক্ষেপ বিপ্লবকুমার দেব সরকারের। সরকারি সংস্থা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের সঙ্গে স্পাইসজেট মার্চেনডাইস প্রাইভেট লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় উৎপাদিত আনারস রপ্তানিতে উল্লেখযোগ্য পদক্ষেপ বিপ্লবকুমার দেব সরকারের। সরকারি সংস্থা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের সঙ্গে স্পাইসজেট মার্চেনডাইস প্রাইভেট লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরার হর্টিকালচার প্রোডাক্টের ওপর এক সেমিনার চলাকালীন এই চুক্তি স্বাক্ষরিত হয়। জানা গিয়েছে, দেশের বড় শহরগুলিতে ত্রিপুরার আনারস পৌঁছে দিতেই এই মৌ চুক্তি।

আনারস রপ্তানি! মৌ স্বাক্ষর ত্রিপুরার বিজেপি সরকারের

'কুইন' প্রজাতির আনারস ত্রিপুরার গর্বের। খুব শিগগিরই ত্রিপুরার এই গর্ব ভারতের বড় শহরগুলি ছাড়াও মধ্য প্রাচ্যের দেশগুলিতে রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

স্বাদের জন্য বিখ্যাত ত্রিপুরার আনারসকে শুধু দেশের বাজারেই নয়, বিদেশের বাজারে রপ্তানি করে কৃষকদের উপকারের দিকটি ভেবেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ত্রিপুরায় প্রত্যেক বছর ১.৩ লক্ষ মেট্রিকটন আনারসের ফলন হয়। রাজ্যের চাহিদা মতো রেখে বাকি অংশ দেশের এমন কী বিদেশের বাজারে পাঠানোর কথা জানিয়েছেন, রাজ্যের কৃষি ও পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিনহা রায়। তার ফলে ত্রিপুরার বাইরের লোকেরাও 'কুইন'কে চেখে দেখার সুযোগ পাবেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। আর যাতে আনারস চাষীরা বলতে না পারেন, যে তাঁরা আনারস চাষ করবেন না।

সারা দেশে প্রতি হেক্টর জমিতে যেখানে ১৫.৮০ টন আনারস উৎপাদন হয়, সেখানে ত্রিপুরায় প্রতি হেক্টরে ১৮.৭৩ টন আনারস উৎপাদিত হয়।

English summary
Tripura signs MoU with Spicejet Merchandise Ltd to export Pineapple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X