চিকিৎসকদের ওপর হামলা! মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে 'প্রতিবাদ' বিজেপি শাসিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর
নিজের পুলিশ প্রহরা প্রত্যাহার করে নিলেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রোগীর পরিবার কর্তব্যরত অবস্থায় থাকা এক চিকিৎসককে ব্যাপক মারধর করার পর চিকিৎসকরা ধর্নায় বসেন। এরপরেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নিজের প্রহরা পরিত্যাগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দেওয়া চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ বলেছেন, তিনি নিজের দেহরক্ষী প্রত্যাহার করতে বাধ্য হচ্ছেন। যতদিন না পর্যন্ত আগরতলার আইজিএম, অন্য জেলা হাসপাতাল এবং জিবি হাসপাতালে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত না করা হচ্ছে ততদিন এই সিদ্ধান্ত বজায় থাকবে।
[আরও পড়ুন:১০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার ৫ বছরের শিশু, উদ্ধারকারীদের 'মিশন সাকসেস']
চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছেন, সাম্প্রতিক অতীতে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের ওপর শারীরিক হামলা কিংবা নিগ্রহের মতো একাধিক ঘটনা ঘটেছে। ফলে সরকারি চিকিৎসক এবং অন্য কর্মীরা নিজেদের নিরাপত্তাহীন বলে মনে করছেন বিভিন্ন সরকারি হাসপাতালে। চিঠিতে মন্ত্রী এও বলেছেন, এইসব কাজের পিছনে যাঁরা যুক্ত রয়েছে, তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয়।
[আরও পড়ুন: হার্দিক ইন, অল্পেশ আউট! 'বন্ধু'র দলত্যাগে একহাত কংগ্রেসে যোগ দেওয়া পতিদার নেতার]