For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশাসনে ব্যাপক রদবদল! বিজেপি শাসিত রাজ্যে সরানো হল অতিরিক্ত মুখ্যসচিবকে

ত্রিপুরা প্রশাসনে ব্যাপক রদবদল। পুরসভাগুলির ফাঁকা থাকা আসনে উপনির্বাচনের ভোটগণনার দিনে এই রদবদল করা হয়। সাত পদস্থ আমলার পদে পরিবর্তন ঘটানো হয়।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা প্রশাসনে ব্যাপক রদবদল। পুরসভাগুলির ফাঁকা থাকা আসনে উপনির্বাচনের ভোটগণনার দিনে এই রদবদল করা হয়। সাত পদস্থ আমলার পদে
পরিবর্তন ঘটানো হয়।

প্রশাসনে ব্যাপক রদবদল! বিজেপি শাসিত রাজ্যে সরানো হল অতিরিক্ত মুখ্যসচিবকে

রদবদলের তালিকায় প্রথমেই রয়েছেন আইএএস জিএসজি আয়েঙ্গার। বাম আমলা এই আমলার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে অধস্ত কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারেরও অভিযোগ ছিল। এতদিন অতিরিক্ত মুখ্যসচিবের পদে ছিলেন এই আমলা। তাঁকে সেই পদ থেকে সরিয়ে নয়াদিল্লিতে ত্রিপুরা ভবনের চিফ রেসিডেন্ট কমিশনার করা হয়েছে। রাজ্যে ব্যাঙ্গ করে বলা হচ্ছে বাম ভক্ত থেকে অতিরিক্ত রামভক্ত সাজতে গিয়েই কোপে পড়েছেন ওই শীর্ষস্থানীয় আমলা।

ত্রিপুরা ভবনের স্পেশাল রেসিডেন্ট কমিশনার সৌম্য গুপ্তাকে রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁকে শিক্ষা সচিব করা হয়েছে। কুমার অলককে পর্যটন দফতরের অতিরিক্ত দায়িত্ব
দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রধান সচিব লালহিলা ডার্লংকে শিল্পবাণিজ্য,কারু দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অপর সচিব এমএল দেকেও। দায়িত্ব বেড়েছে তিন পদস্থ আমলার। তাঁরা হলেন, শৈলেশ যাদব, সহদেব দাস এবং জুবির আলি হাসমির।

English summary
Tripura Govt has changed Seven High level officers Departments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X