For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় করোনা রোগীদের মানসিক শক্তি যোগাতে বিপ্লব দেবের বড় পদক্ষেপ! কার লেখা বই বিতরণ শুরু

ত্রিপুরায় করোনা রোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিপ্লব দেবের বড় পদক্ষেপ!কোন বিশেষ বই বিতরণ করলে

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার এই মুহূর্তে করোনা ভাইরাসের জেরে আক্রান্তের সংখ্যা ক্রমেই ১০ হাজারের পথে এগিয়ে যাচ্ছে। সেরাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৫৩৯ জন। আর এই সমস্ত রোগীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে শুরু করেছে ত্রিপুরা সরকার। যার জন্য সেখানে বিপ্লব দেব প্রশাসন নয়া বন্দোবস্ত করছে।

বিপ্লব দেবের বড় উদ্যোগ

বিপ্লব দেবের বড় উদ্যোগ

ত্রিপুরা সরকারের তরফে কোভিড আক্রান্ত রোগীদের মানসিক শক্তি বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে বিপ্লব দেব নিজে বিভিন্ন সরকারি হাসপাতালে এক বিশেষ বই বিতরণ করছেন।

 কার লেখা বই বিতরণ করছেন বিপ্লব দেব?

কার লেখা বই বিতরণ করছেন বিপ্লব দেব?

উল্লেখ্য, জানা গিয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বই বিপ্লব দেব বিভিন্ন হাসপাতালের করোনা রোগীদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। আর সেকারণেই ত্রিপুরায় গেরুয়া শাসিত সরকারের তরফ থেকে এই বই বহু হাসপাতালের রোগীদের কাছে পৌঁছে গিয়েছে।

 বিপ্লবদেব নিজে কী জানিয়েছেন?

বিপ্লবদেব নিজে কী জানিয়েছেন?

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, ত্রিপুরায় সমস্ত কোভিড রোগীরা যাতে উজ্জীবিত হন জীবনবোধে তার জন্যই ত্রিপুরার বিজেপি সরকার এন পদক্ষেপ নিয়েছে। এই সময় রোগীদের 'শান্ত ও উদ্দীপ্ত' থাকার কথা তিনি জানিয়েছেন। একথা নিজে ফেসবুকের একটি পোস্টে জানিয়েছেন বিপ্লব দেব।

ত্রিপুরার করোনা পরিস্থিতি

ত্রিপুরার করোনা পরিস্থিতি

ত্রিপুরায় এদিন নতুন করে ৩২৯ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে। মোট আক্রান্ত ৯৫৩৯ জন। এখনও পর্যন্ত সেখানে ৬, ৫৭৪ জন রোগমুক্ত হয়েছেন করোনা থেকে। করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের।

ফের টুইট বোমা রাহুল গান্ধীর! দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রকে উপদেশফের টুইট বোমা রাহুল গান্ধীর! দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রকে উপদেশ

English summary
Tripura gives Swami Vivekananda's book to Covid 19 patients for strengthening mental health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X