For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tripura Election 2023: ভোটে প্রার্থী হচ্ছে না কি পার্টির সিদ্ধান্তে? ইঙ্গিতপূর্ণ জবাব মানিক সরকারের

কেন ভোটে লড়বেন না বাম নেতা মানিক সরকার, জেনে নিন কী বলছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

২০ বছর ত্রিপুরা শাসন করেছেন তিনি। সেই ত্রিপুরায় ফের ভোট। কিন্তু এবার আর প্রার্থী হচ্ছেন না মানিক সরকার। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলেছেন পলিট ব্যুরো এবার তাঁকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি। সেকারণেই মানিক সরকার প্রার্থী হচ্ছেন না। এই জল্পনা নিয়ে নিজেই বার্তা দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রার্থী হচ্ছেন না মানিক সরকার

প্রার্থী হচ্ছেন না মানিক সরকার

২০ বছর ত্রিপুরা রাজ্যটি পরিচালনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে দক্ষাতার সঙ্গে রাজ্য শাসন করেছেন। তারপরেও এবার তিনি প্রার্থী হননি। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই দাবি করেছেন পলিট ব্যুরো চাইছে না মানিক সরকার এবার প্রার্থী হোন। সত্যিই কী তাই। নাকি মানিক সরকার নিজেই প্রার্থী হতে চান না। এখনও সংগঠন তেমন ভাবে মজবুত হয়ে ওঠেনি ত্রিপুরায়। প্রার্থী হলে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই আশঙ্কা থেকেই কি তিনি প্রার্থী হতে চাইছেন না। এই রকম একাধিক প্রশ্ন ঘোরা ফেরা করছে।

কী বললেন মানিক সরকার

কী বললেন মানিক সরকার

যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন মানিক সরকার। তিনি জানিয়েছেন একেবারেই পার্টির সিদ্ধান্ত নয়। পলিট ব্যুরো তাঁকে একাধিকবার ভোটে লড়ার জন্য রাজি করার চেষ্টা করেছে। কিন্তু তিনিই রাজি হননি ভোটে লড়ার জন্য। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েই পার্টি আর চাপ দেয়নি বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরার সিপিএমের সাধারণ সম্পাদক পদে রয়েছেন মানিক সরকার। এটা অনেক বড় পদ অনেক বড় দায়িত্ব। আপাতত সেদিকেই বেশি করে মন দিতে চাইছেন মানিক সরকার।

কেন প্রার্থী হচ্ছেন না তিনি

কেন প্রার্থী হচ্ছেন না তিনি

মানিক সরকার জানিয়েছেন তিনি আর ভোটে প্রার্থী হতে চান না। তার করাণ নতুনদের সুযোগ দিতে চান তিনি। সেকারণেই তিনি প্রার্থী হতে চাইছেন না। পশ্চিমবঙ্গেও সম্প্রতি নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। প্রবীণরা পিছনে থেকে লড়াই চালিয়ে যাবে। তাতে বঙ্গে লাভ হয়েছে বামেদের। অনেক জায়গাতেই সংগঠন নতুন করে শক্তি বাড়াতে পেরেছে। সেই ফরমূলাতেই কি চলতে চাইছেন মানিক সরকারকেও। ত্রিপুরায় প্রায় হারিয়ে যাওয়া দলকে নতুন করে শক্তিশালী করতে নতুনদের সামনে রেখে লড়াইয়ের পথে এগোচ্ছেন তিনি।

তৃণমূল কংগ্রেসকে নিশানা

তৃণমূল কংগ্রেসকে নিশানা

এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র নিশানা করেছেন মানিক সরকার। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন ত্রিপুরায় বিজেপিকে সাহায্য করার জন্য এসেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামেদের লড়াই চালাতে হবে ত্রিপুরায়। এতদিন পশ্চিমবঙ্গে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয়েছে বামেদের। সেখানে বাম দুর্গে ফাটল ধরাতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ত্রিপুায় বাম দুর্গে ফাটল ধরিয়েছিল বিজেপি।

Tripura election: জোট নয় বন্ধুত্ব, কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বামেদের সিদ্ধান্ত স্পষ্ট করলেন মানিক সরকারTripura election: জোট নয় বন্ধুত্ব, কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বামেদের সিদ্ধান্ত স্পষ্ট করলেন মানিক সরকার

English summary
Manik Sarkar will not contest in Tripura Election 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X