For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপ্লবেও না মানিকেও না, ত্রিপুরায় এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কার উপরে ভরসা রাখছেন নাড্ডা-শাহরা

ত্রিপুরায় এবার একাই লড়তে চলেছে বিজেপি। কোনও জোটে নাগিয়ে একাই আসন সংখ্যা বাড়াতে একাধিক নতুন কৌশল নিয়েছে ত্রিপুরা বিজেপি

Google Oneindia Bengali News

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। হাইভোল্টেজ লড়াই হতে চলেছে সেখানে। শাসক দল বিজেপিকে টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামেরাও। কাজেই এবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভোট ভাগের সম্ভাবনাও বেশি। তাই আরও বেশি করে কৌশলী হতে হবে গেরুয়া শিবিরকে। মুখ্যমন্ত্রী মুখ নিয়েও তাই আলাদা করে পরিকল্পনা করেছেন নাড্ডারা। কে হবেন এবারে ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

 ত্রিপুরায় হাইভোল্টেজ ভোট

ত্রিপুরায় হাইভোল্টেজ ভোট

শিয়রে ত্রিপুরায় বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কোমর কষেছে সর রাজনৈতিক দলই। এবার নতুন করে শক্তি বাড়ানোর চেষ্টা করছে বামেরা। প্রচারের ময়দানে তাই জোর দিয়েছে তারা। মানিক সরকার ইতিমধ্যেই একাধিক জায়গায় প্রচার শুরু করেছে। কংগ্রেসও পিছিয়ে নেই। বামেদের সঙ্গে জোট না গড়লেও সমঝোতা করে লড়বে তারা। এদিকে তৃণমূল কংগ্রেসের এবার প্রথম বিধানসভা ভোট। কোনও অংশে পিছিয়ে নেই তারা। প্রচারে সর্বশক্তি প্রয়োজ করতে মরিয়া ঘাসফুল শিবির।

কী ভাবছে বিজেপি

কী ভাবছে বিজেপি

শাসক দল বিজেপি এবার ত্রিপুরায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ত্রিপুরায় বহুমুখী লড়াই হবে। কাজেই ভোট ভাগের সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে নতুন কৌশল যে গেরুয়া শিবিরকে নিতেই হবে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে প্রথম থেকেই মেপে মেপে চলছে ত্রিপুরা বিজেপি। দলবদলের সম্ভানা রুখতে কৌশলী পথে হাঁটছেন জেপি নাড্ডারা। ভোটের কয়েক মাস আগেই বিপ্লব দেবকে সরিয়ে মািনক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিজেপি। তা নিয়ে দলের অন্দরে একটা অসন্তোষ দানা বেঁধেছে। সেক্ষেত্রী কী করবেন নাড্ডারা সেটা একটা বড় চ্যালেঞ্জ।

 বিজেপির মুক্যমন্ত্রী মুখ কে

বিজেপির মুক্যমন্ত্রী মুখ কে

গত নির্বাচনে বিপ্লব দেবকে সামনে রেখে ভোটে লড়েছিল বিজেপি। সাধারণ মানুষের কাছে পৌঁছতে বিপ্লব দেবের মত সাধারণ প্রার্থীকে প্রয়োজন ছিল গেরুয়া শিবিরের। কিন্তু হঠাৎ করে গত বছর বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে বসানো হয় মুখ্যমন্ত্রী পদে। এবার আবার ভোট আসছে। কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে মানিক সাহা বা বিপ্লব দেব কারোর উপরেই নাকি ভরসা রাখতে পারছেন না নাড্ডা- অমিত শাহরা। একক ভোটের লড়াই নতুন কিছু ভাবছেন তাঁরা। উঠে আসছে এক নতুন নাম। ত্রিপুরার রাজনীতিক আকাশে কান পাতলেই শোনা যাচ্ছে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী মুখের নাম।

নতুন মুখের সন্ধান

নতুন মুখের সন্ধান

শোনা যাচ্ছে প্রতিমা ভৌমিকের নাম। তিনি ত্রিপুরার বিজেপি সাংসদ আবার কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে বিজেপি তাঁকে বিধানসভা ভোটেও টিকিট দিয়েছে। ত্রিপুরার ধানপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রতিমা ভৌমিক। হঠাৎ করে প্রতিমা ভৌমিকের উপর কেন ভরসা রাখছে বিজেপি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাম প্রভাবিত ত্রিপুরায় বিজেপিকে শক্তিশালী করে তুলতে প্রতিমা ভৌমিকের বিশেষ ভূমিকা ছিল। ১৯৯১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। মহিলা ভোটারদের টার্গেট করতে প্রতিমাকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রেখেছে বিজেপি।

English summary
BJP may choose New face will be CM Candidate of Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X